
ছবিঃ সংগৃহীত
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।
রবিবার (০৪ মে) দিবাগত রাত সাড়ে দশটার দিকে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এনসিপির জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
বক্তারা বলেন, হাসনাত আবদুল্লাহর মতো একজন সংগঠকের ওপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার ওপর আঘাত। যারা এই হামলা ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সারাদেশে আন্দোলন ছড়িয়ে পরবে।
বিক্ষোভে অংশগ্রহণ করা সর্বস্তরের ছাত্র ও জনতা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করেন।
বিক্ষোভ সভায় জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহদাত হোসেন, মঈন আহমেদ, আসিফ আলী, সাব্বির হোসেন, ইসমত আরা, জাহিদ আকন, সোলাইমান, তুষার হোসেন, নাদিম মাহমুদ, বায়জিদ প্রমুখ।
ইমরান