
বলিউড অভিনেতা শাহিদ কপূর যখন জনপ্রিয়তা পেতে শুরু করেন, তখন তাঁর সঙ্গে একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সম্পর্ক ভাঙার খবরও যখন শোনা যাচ্ছিল, ঠিক তখনই সম্বন্ধ করে মীরা রাজপুতের সঙ্গে তাঁর বিয়ে হয়। দু'জনের বয়সের ফারাক ছিল প্রায় ১৪ বছর। তবে শাহিদের জীবনে মীরা এসে যেন একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। বর্তমানে তারা দু'জনেই দুই সন্তানের বাবা-মা।
কিন্তু খুব কম বয়সে, মাত্র ২০ বছর বয়সে বলিউডের একজন নায়ককে বিয়ে করার পর মীরা আদৌ সুখী ছিলেন কিনা, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন। তিনি বলেন, "বিয়ের পর প্রথম দিকে খুব একা অনুভব করতাম। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ আস্তে আস্তে কমে যাচ্ছিল।"মীরা জানান, বিয়ের পর তিনি অনুভব করেন যে, তাঁর বন্ধুরা জীবনের একটি ভিন্ন পর্যায়ে পৌঁছে গেছে, আর তিনি সংসার আর সন্তান নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। তিনি বলেন, "আমার বন্ধুরা তখন স্নাতকোত্তর পড়ছিল বা ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আমার জীবন তখন অন্য পথে চলে গেছে। আমি তাদের মতো সময় কাটাতে পারতাম না।"
তিনি আরও জানান, বন্ধুরা প্রায়ই তাঁকে অভিযোগ করতেন, "বিয়ে করে ফেলেছিস, এখন আমাদের ভুলে গেছিস?" তবে মীরা বলেন, "আমি তখন ব্যস্ত ছিলাম, কিন্তু বন্ধুদের বুঝতে অসুবিধা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তারা এখন বুঝতে পারে, কারণ তারা এখন আমার পরিস্থিতির মধ্যে রয়েছে।"
২০১৫ সালে শাহিদ কপূরকে বিয়ে করেন মীরা। ২০১৬ সালে তাদের প্রথম সন্তান, মেয়ে মিশা জন্ম নেয় এবং ২০১৮ সালে তাদের পুত্র জায়নের জন্ম হয়।
রাজু