
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।
রবিবার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে এক শোকবার্তায় আবদুল্লাহিল আমান আযমী বলেন, "এই মানুষটাকে আজ বেলা ২:৪৫-এ হাসপাতালে নিথর অবস্থায় দেখে এলাম, তখনো তিনি জীবিত ছিলেন। কিন্তু আসরের নামাযে যাওয়ার সময় খবর পেলাম তিনি ৪:১০-এ না ফেরার দেশে চলে গেছেন। লাইফ সাপোর্টে থাকা কঙ্কালসার শরীর দেখে মন খারাপ হয়ে গিয়েছিল। চিকিৎসকের সাথে কথা বলে আশাবাদী হওয়ার কিছুই পাইনি। ভাবছিলাম একটা ছবি তুলে রাখি, কিন্তু কী ভেবে যেন তুলিনি। উনাকে ঐ অবস্থায় বেশিক্ষণ দেখা কঠিন ছিল। উনার সুস্থতার জন্য দোয়া করে শরীরে কয়েকবার ফু দিয়ে বের হয়ে আসি।"
তিনি আরও বলেন, "তখনই মনে হয়েছিল উনার জন্য দোয়া চেয়ে একটি পোস্ট দেব। কিন্তু ড্রাইভ করছিলাম বলে দিতে পারিনি। বাসায় এসে সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে কথা বলে, দ্রুত খাবার খেয়ে মসজিদের পথে রওনা হতেই পেলাম মৃত্যুর খবর। উনাকে নিয়ে আমার অনেক স্মৃতি রয়েছে, ১৯৭৫ সালের ২ সেপ্টেম্বর লন্ডনে আমাদের প্রথম পরিচয় থেকে শুরু করে পরবর্তীকালের অনেক ঘটনা। সেসব নিয়ে লেখার ইচ্ছা রইলো।"
আবদুল্লাহিল আমান আযমী তাঁর পোস্টের শেষাংশে বলেন, "আল্লাহ যেন উনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন—এই দোয়া করি। সবাই উনার জন্য দোয়া করবেন।"
ইমরান