ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিপ্লবীদের রক্তাক্ত করার মনোবাসনা নিয়ে জুলাইয়ের সন্ত্রাসীরা অলিতে-গলিতে নিঃশ্বাস ফেলছে: সাদিক কাইয়ুম

প্রকাশিত: ০১:২৭, ৫ মে ২০২৫; আপডেট: ০১:২৮, ৫ মে ২০২৫

বিপ্লবীদের রক্তাক্ত করার মনোবাসনা নিয়ে জুলাইয়ের সন্ত্রাসীরা অলিতে-গলিতে নিঃশ্বাস ফেলছে: সাদিক কাইয়ুম

ছবি: সংগৃহীত।

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে রোববার সন্ধ্যায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গাড়িতে হামলা চালায় বলে জানা গেছে। ঘটনার সময় তিনি গাড়িতেই অবস্থান করছিলেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাই বিপ্লবে আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর উপর কাপুরুষোচিত হামলা হয়েছে।

বিপ্লবীদের রক্তাক্ত করার মনোবাসনা নিয়ে জুলাইয়ের সন্ত্রাসীরা শহর-বন্দরে অলিতে-গলিতে নিঃশ্বাস ফেলছে।

তিনি বলেন, তাদের আইনের আওতায় না আনার ফলেই এমন হামলা সম্ভব হয়েছে। এই ব্যর্থতার দায় ইন্টেরিম গভমেন্টের। অবিলম্বে আজকের হামলাকারীসহ জুলাইয়ের সকল গণহত্যাকারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

নুসরাত

×