ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

দেশে কোরবানির পশুর কোনো ধরনের সংকট তৈরি হবে না: আসিফ মাহমুদ

প্রকাশিত: ০১:৩৬, ৫ মে ২০২৫; আপডেট: ০১:৪১, ৫ মে ২০২৫

দেশে কোরবানির পশুর কোনো ধরনের সংকট তৈরি হবে না: আসিফ মাহমুদ

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার কর্তৃক তথ্যের ভিত্তিতে জানিয়েছেন, এবার সারাদেশে ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। ফলে দেশে কোরবানির পশুর কোনো ধরনের সংকট তৈরি হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।

৫ মে (সোমবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের (অ্যাডমিন) একটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, "এবার সারাদেশে ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। তাই দেশে কোরবানির পশুর কোনো ধরনের সংকট তৈরি হবে না।"

তিনি আরও জানান, এ বছর কোরবানির জন্য গবাদিপশু আমদানির প্রয়োজন নেই।

ইমরান

×