ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘জংলি’ – প্রথমবারের মতো উর্দু ভাষায় ডাবিং করা বাংলাদেশি সিনেমা

প্রকাশিত: ১৯:২৭, ৪ মে ২০২৫; আপডেট: ১৯:২৭, ৪ মে ২০২৫

পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘জংলি’ – প্রথমবারের মতো উর্দু ভাষায় ডাবিং করা বাংলাদেশি সিনেমা

পাকিস্তানে বাংলাদেশি সিনেমা মুক্তির ইতিহাস নতুন নয়, এর আগেও অনেক বাংলাদেশি ছবি দেশটিতে মুক্তি পেয়েছে। সম্প্রতি শাকিব খানের ‘তুফান’ এবং শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তি পেয়ে আবারও এ প্রক্রিয়াটি সক্রিয় হয়। তবে এবার বাংলাদেশি সিনেমার মুক্তি এক নতুন মাত্রা পেল, কারণ প্রথমবারের মতো উর্দু ভাষায় ডাবিং করে মুক্তি পাচ্ছে একটি বাংলা সিনেমা।

বাংলাদেশে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দেশে দর্শকদের ব্যাপক প্রশংসা পায় এই সিনেমা। এরপর সিনেমাটি আমেরিকা এবং কানাডার ৪০টি থিয়েটারে মুক্তি পায়, যেখানে এটি আরও সাড়া ফেলেছে বলে জানায় পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।

এখন ‘জংলি’ পাকিস্তানে মুক্তি পাচ্ছে উর্দু ভাষায় ডাবিং করে। এটি পাকিস্তানে মুক্তি পাওয়া প্রথম বাংলা সিনেমা, যা উর্দু ভাষায় উপস্থাপিত হচ্ছে। সিনেমাটি পাকিস্তানে পরিবেশন করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামক একটি প্রতিষ্ঠান।

সিনেমাটির প্রধান চরিত্র সিয়াম আহমেদ, যিনি ‘জংলি’ নামক চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও শিশুশিল্পী নৈঋতা পাখি চরিত্রে এবং জনপ্রিয় নায়িকা বুবলীও আছেন এতে। এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী এবং নায়িকা দিঘীও সিনেমাটিতে রয়েছেন। সিনেমার সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।

এখন পাকিস্তানে মুক্তি পাওয়ার মাধ্যমে, ‘জংলি’ নতুন একটি দিক উন্মোচন করতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক পরিসরে আরও বড় প্রভাব ফেলবে।

 

রাজু

×