ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

“ভিপিএন কিনেছি শুধু তোমায় দেখার জন্য”—পাকিস্তানি অভিনেত্রীর জন্য উন্মাদ ভারতীয়রা !

প্রকাশিত: ২০:৩১, ৪ মে ২০২৫; আপডেট: ২০:৩২, ৪ মে ২০২৫

“ভিপিএন কিনেছি শুধু তোমায় দেখার জন্য”—পাকিস্তানি অভিনেত্রীর জন্য উন্মাদ ভারতীয়রা !

ছবি: সংগৃহীত

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা আর পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। ব্লক হয়ে গেছে একাধিক জনপ্রিয় সেলিব্রিটির প্রোফাইল।

ব্লক হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছেন মাহিরা খান, হানিয়া আমির, ফওয়াদ খান, রাহাত ফতেহ আলি খান, আলি জাফর ও আতিফ আসলামের মতো জনপ্রিয় নাম। তবে এই নিষেধাজ্ঞা ভেঙে ভারতীয় ভক্তরা VPN (Virtual Private Network) ব্যবহার করে প্রিয় তারকাদের অ্যাকাউন্টে প্রবেশ করছেন।

বিশেষ করে অভিনেত্রী হানিয়া আমিরের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভারতীয় ফ্যানদের মন্তব্যে ভরে গেছে। কেউ লিখেছেন, “আপনাকে খুব মিস করছি।” আরেকজন লিখেছেন, “চিন্তা করবেন না, আমরা VPN দিয়ে এসেছি, শুধু আপনাকে দেখার জন্য।” এমনকি কেউ মন্তব্য করেছেন, “আমরা শুধু আপনার জন্যই VPN কিনেছি।”

এই ভালোবাসায় আপ্লুত হানিয়া নিজেই এক মন্তব্যে লিখেছেন, “আমি কেঁদেই ফেলবো।” তাঁর প্রতি ভারতীয় অনুরাগীদের ভালোবাসার বহিঃপ্রকাশ সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

তবে বিষয়টি নিয়ে একাংশ ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভও দানা বেঁধেছে। তাঁদের বক্তব্য, এমন পরিস্থিতিতে পাকিস্তানি সেলিব্রিটিদের প্রতি এই মাত্রার ভক্তি অনুচিত। কেউ কেউ লিখেছেন, “পাকিস্তানিদের এত ভালোবাসা! এদের তো বরং পাকিস্তানেই পাঠিয়ে দেওয়া উচিত!”

একদিকে ভালোবাসা, অন্যদিকে সমালোচনা—এই দুই মেরুর প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা চলছে পাকিস্তানি তারকাদের নিয়ে।

আসিফ

×