
ছবি: সংগৃহীত
ক্রীড়াঙ্গনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত করতে হবে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, “দলীয় মুক্ত করতে গিয়ে আবার বিএনপিমুক্ত করলে চলবে না। ক্রীড়াঙ্গনের সঙ্গে আমরা জন্মলগ্ন থেকেই জড়িত।”
শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “স্বাধীনতার পর ক্রীড়াঙ্গনের উন্নয়নে একমাত্র সাদেক হোসেন খোকা ছাড়া আর কেউ কার্যকর ভূমিকা রাখতে পারেননি। ফুটবলসহ অন্যান্য খেলাকে এগিয়ে নিতে হলে তাদেরই এগিয়ে আনতে হবে, যারা অতীতে ক্রীড়ার সঙ্গে নিবেদিত ছিলেন। কিন্তু তাই বলে সালাউদ্দিনের মতো এমন কাউকে আনা যাবে না, যিনি সারাদিন জুয়ায় মগ্ন থাকেন।”
তিনি অভিযোগ করেন, “বর্তমান ক্রীড়া প্রশাসনে এমন ব্যক্তিরা জায়গা পেয়েছেন, যারা প্রকৃত অর্থে ক্রীড়া নয়, বরং নিজের স্বার্থসিদ্ধিতেই নিয়োজিত। বিএনপি কখনো ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেনি। বরং আমরা সবসময় ক্রীড়ার সঙ্গে জড়িত প্রকৃত মানুষদের পৃষ্ঠপোষকতা করেছি।”
তিনি আরও বলেন, “যদি আমরা সত্যিই ক্রীড়াঙ্গনের উন্নয়ন চাই, তবে দলীয় বিবেচনা নয়, দক্ষতা ও অভিজ্ঞতাকেই অগ্রাধিকার দিতে হবে।”
আসিফ