ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বিসিবিতে যোগ্য লোক দেখতে চান তামিম

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৩, ৪ মে ২০২৫

বিসিবিতে যোগ্য লোক দেখতে চান তামিম

বিসিবিতে যোগ্য লোক

‘আমি ছোটো হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা যোগ্য ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক... যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে- যে আমি বাংলাদেশের ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব বিসিবিতে তাদেরকেই সিলেক্ট করা হোক।’ শনিবার বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বলেন তামিম ইকবাল।

জেলা পর্যায়ের কাউন্সিলরদের কাউন্সিলরশিপ পরিবর্তনশীল, প্রতি ভোটের আগে কাউন্সিলরশিপ পরিবর্তন হতে পারে। তামিমের আবেদন, কাউন্সিলরশিপ যেন এমন ব্যক্তিদেরই দেয়া হয় যারা ক্রিকেট বোঝেন এবং নিজের জেলা এবং বিভাগের ক্রিকেট উন্নয়নে কাজ করবেন। 
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন,‘অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে আসেন ক্রিকেট বোর্ডে। পরবর্তীতে ওনারা ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান।’ দেশের বিভিন্ন অঞ্চলের অব্যবস্থাপনার কথাও তুলে ধরেছেন তামিম।

দেশের বিভিন্ন অঞ্চল ও জেলা থেকে উঠে আসা ক্রিকেটারদের উন্নতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি,‘এমন অনেক জেলায় গিয়েছি আমি কয়েকদিন আগে, বরিশালেও গিয়েছি... এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না। ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি।’ তামিম মনে করেন, যদি কেউ তার নিজ জেলা বা বিভাগের ক্রিকেটে উন্নয়ন সাধন করতে ব্যর্থ হন, তবে তার বোর্ডের উচ্চপদে আসার অধিকারী হওয়ার প্রশ্নই ওঠে না।

তার মতে, যারা ঘরোয়া ক্রিকেটের সঠিক উন্নয়ন নিশ্চিত করতে পারবেন, কেবল তাদেরই বোর্ডের নেতৃত্বে আসা উচিত। তামিম বলেন, ‘সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।’ গত বছরের আগস্টে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। 
দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা প্রতিবন্ধকতা ও অভ্যন্তরীণ চাপের মুখে পড়া ফারুক সম্প্রতি জানিয়েছেন, বোর্ডের ভেতরে একটি প্রভাবশালী মহল এখনো সক্রিয়ভাবে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই আবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

×