ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥

প্রকাশিত: ১৪:৩৫, ৪ মে ২০২৫

সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা

সাভারে শুকুর সিকদার (৩৪) নামে এক রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় জয়নাল মেম্বারের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শুকুর একই এলাকার গদু সিকদারের ছেলে।


জানা গেছে, এদিন সকালে ওই এলাকায় জয়নাল মেম্বারের বাড়ির পাশে শুকুরের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার এসআই ওবাদুল ইসলাম জানান, নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আফরোজা

×