ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ছাত্রদল নেতাকে চিকিৎসা সহায়তা

মেহেদী হাসানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

প্রকাশিত: ১৮:৫৭, ৪ মে ২০২৫

মেহেদী হাসানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মেহেদী হাসানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ রবিবার, সন্ধ্যা ৬.০০ ঘটিকায় (মে ০৪, ২০২৫) ঢাকার সাভারে সিআরপি হাসপাতালে এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—  ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মোঃ আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—  ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম ও আলমগীর কবির।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, মিসবাহ প্রমুখ। 

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা এবং অসুস্থ মেহেদী হাসানের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়া হয়।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছ থেকে চিকিৎসা সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মেহেদী হাসান।

এছাড়া আবারো যেনো সে রাজনীতির মাঠে সক্রিয় হতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং তারেক রহমান-এর জন্যেও দোয়া প্রার্থনা করেন মেহেদী হাসান।

আবীর

×