ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

হাতিরঝিল লেকের পাশ থেকে কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ১৯:০২, ৪ মে ২০২৫

হাতিরঝিল লেকের পাশ থেকে কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল লেকের পাশ থেকে সাবিনা আক্তার ওরফে আকলিমা (১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

এসব তথ্য নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার পাশে পার্কের পাবলিক টয়লেটের বারান্দা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। 

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই কিশোরী ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত। হাতিরঝিল এলাকাতেই ঘোরাফেরা করত। তার শরীরে আঘাতে কোন চিহ্ন নেই। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা জানা যাবে।

পুলিশ জানায়, সাবিনার বাবার নাম জামাল উদ্দিন। বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার আন্দারিয়া গ্রামে। তবে বহু বছর আগে তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এবং তারা যে যার মত থাকেন। আর সাবিনা ভবঘুরে জীবনযাপন করত।

আবীর

×