ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অবস্থান স্পষ্ট করলেন ফারুক

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৬, ৪ মে ২০২৫

অবস্থান স্পষ্ট করলেন ফারুক

ফারুক আহমেদ

গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তন আসে। এক যুগ ধরে বিসিবির সভাপতি থাকা নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে সম্প্রতি নানা বিতর্ক তৈরি হয়েছে তাকে নিয়ে। বিষয়টি নিয়ে শনিবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। প্রায় ১৭ বছর ধরে পতিত ‘ফ্যাসিস্ট’ সরকারের সঙ্গে তার সম্পর্ক আছে এমন কানাঘুষাও ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট  স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন এসব বানানো এবং বিষয়টি সত্য হলে তিনি বিসিবি সভাপতি হতে পারতেন না। এ সময় আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে ওঠা শঙ্কার বিষয়টি নিয়ে ফারুক জানিয়েছেন, ভারত এখন পর্যন্ত এ নিয়ে আলোচনা করেনি।
ভারতের বহুল প্রচারিত এক সংবাদ মাধ্যম আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা প্রকাশ করে। পাকিস্তানের সঙ্গে অস্থিতিশীল হয়ে ওঠা পরিস্থিতিতে যখন যুদ্ধের দামামা শোনা যাচ্ছে এমন সময় হয়তো ভারত ৩ ওয়ানডে ও ২ টি২০ ম্যাচের সিরিজটি বাতিলও করতে পারে এমনটাই লেখা হয়েছে সেই প্রতিবেদনে।

এ বিষয়ে ফারুক শনিবার বলেছেন,‘ভারত এ মুহূর্তে আমাদের কিছু জানায়নি, একটা পত্রিকার খবরের কথা শুনেছি। ওরা পুরো সফর নিশ্চিত করেছে। ভ্রমণসূচিও তৈরি হয়ে গেছে। পরিস্থিতিটা তো আমি এ সম্পর্কে বলতে পারব না। তবে এ মুহূর্তে পুরো সফর আছে। এটা নিয়ে  কোনো কথা শুনিনি  যে হবে না।’ এ বিষয়ে ফারুক জানান বর্তমানে আইসিসি সভাপতি ও সাবেক বিসিসিআই সচিব জয় শাহর পাশাপাশি বর্তমান বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়ার সঙ্গেও আলোচনা হয়েছে তার।

ফারুক বলেছেন,‘আমি দুইবার আইসিসি মিটিংয়ে গিয়েছি। প্রথমবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ছিল, তার সাথে কথা বলেছি। ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। নতুন যে সেক্রেটারি ওদের দেবজিত সাইকিয়া, ওর সাথেও কথা বলেছি। অনুরোধ করেছি। আমি মনে করি এখনো এটা ঠিক সময়ে হওয়ার (সম্ভাবনা) কথা আছে।’ কিছুদিন আগে বিসিবির করা এফডিআর থেকে ২৩৮ কোটি টাকা ভিন্ন কয়েকটি ব্যাংকে ট্রান্সফার করেছেন ফারুক।

এছাড়া বিসিবির বিভিন্ন কার্যক্রমে দেশব্যাপী গুঞ্জন উঠেছে ফারুকের সংশ্লিষ্টতা রয়েছে সাবেক সভাপতি পাপনপন্থিদের সঙ্গে। এ বিষয়ে ফারুক বলেছেন,‘আমার ফ্যাসিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে যদি সম্পর্ক থাকত, আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। নতুন সরকার যদি দেখত বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে (সর্বশেষ সরকারের সঙ্গে) আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না।’

×