
ছবিঃ সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে আজারবাইজানে নির্ধারিত সফর স্থগিত করেছেন বলে শনিবার (০৩ মে) তার কার্যালয় থেকে জানানো হয়েছে। সফর স্থগিতের কারণ হিসেবে গাজা ও সিরিয়ায় সাম্প্রতিক পরিস্থিতি এবং কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত ব্যস্ত সময়সূচিকে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “বর্তমান নিরাপত্তা ও কূটনৈতিক প্রেক্ষাপটে সফরটি পরবর্তী সময়ে পুনঃনির্ধারণ করা হবে।” তবে নির্দিষ্ট কোনো নতুন তারিখ এখনো জানানো হয়নি।
নেতানিয়াহু ৭ থেকে ১১ মে আজারবাইজান সফরে যাওয়ার কথা ছিল, যেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করার কথা ছিল। ইসরায়েল ও আজারবাইজানের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা ও জ্বালানি খাতে সহযোগিতা রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গাজা ও সিরিয়ায় সংঘাতময় পরিস্থিতির কারণে ইসরায়েল ব্যাপক নিরাপত্তা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সফর ও কূটনৈতিক কর্মসূচি পুনর্বিন্যাস করছে নেতানিয়াহুর সরকার।
সূত্রঃ রয়টার্স
ইমরান