ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

গাজা ও সিরিয়ার উত্তেজনার প্রেক্ষিতে আজারবাইজান সফর স্থগিত করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

প্রকাশিত: ০১:১০, ৪ মে ২০২৫; আপডেট: ০১:১২, ৪ মে ২০২৫

গাজা ও সিরিয়ার উত্তেজনার প্রেক্ষিতে আজারবাইজান সফর স্থগিত করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে আজারবাইজানে নির্ধারিত সফর স্থগিত করেছেন বলে শনিবার (০৩ মে) তার কার্যালয় থেকে জানানো হয়েছে। সফর স্থগিতের কারণ হিসেবে গাজা ও সিরিয়ায় সাম্প্রতিক পরিস্থিতি এবং কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত ব্যস্ত সময়সূচিকে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “বর্তমান নিরাপত্তা ও কূটনৈতিক প্রেক্ষাপটে সফরটি পরবর্তী সময়ে পুনঃনির্ধারণ করা হবে।” তবে নির্দিষ্ট কোনো নতুন তারিখ এখনো জানানো হয়নি।

নেতানিয়াহু ৭ থেকে ১১ মে আজারবাইজান সফরে যাওয়ার কথা ছিল, যেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করার কথা ছিল। ইসরায়েল ও আজারবাইজানের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা ও জ্বালানি খাতে সহযোগিতা রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গাজা ও সিরিয়ায় সংঘাতময় পরিস্থিতির কারণে ইসরায়েল ব্যাপক নিরাপত্তা তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সফর ও কূটনৈতিক কর্মসূচি পুনর্বিন্যাস করছে নেতানিয়াহুর সরকার।

সূত্রঃ রয়টার্স

ইমরান

×