ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের নতুন অস্ত্র, ২৮০ মাইল দূরত্ব অতিক্রমে সক্ষম ‘আব্দালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র!

প্রকাশিত: ০২:০১, ৪ মে ২০২৫; আপডেট: ০২:০২, ৪ মে ২০২৫

পাকিস্তানের নতুন অস্ত্র, ২৮০ মাইল দূরত্ব অতিক্রমে সক্ষম ‘আব্দালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র!

ছবিঃ সংগৃহীত

কাশ্মীরে সাম্প্রতিক পর্যটক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই পাকিস্তান সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।

শনিবার (৩ মে) পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায়, দেশটির সামরিক বাহিনী ‘আব্দালি ওয়েপন সিস্টেম’ নামের একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে।

৪৫০ কিলোমিটার (প্রায় ২৮০ মাইল) দূরত্ব অতিক্রমে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম ও উন্নত গতিশীলতার বৈশিষ্ট্যে সজ্জিত। এটি প্রচলিত বিস্ফোরক কিংবা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলেও জানানো হয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, “এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর কার্যক্ষম প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের কারিগরি বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করা।”

১৮শ শতকে ভারতের উপমহাদেশে বারবার আক্রমণকারী ও আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা আহমদ শাহ আব্দালির নামানুসারে ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সফল এই উৎক্ষেপণের জন্য বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগাঁও এলাকায় সম্প্রতি একটি প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের এমন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্রঃ আল জাজিরা

ইমরান

×