
ছবি: সংগৃহীত।
কাশ্মীর সীমান্তে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যে ভারতীয় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে—এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার।
বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। খবর আল জাজিরার।
আতাউল্লাহ তারার বলেন, “পাকিস্তান সেনাবাহিনীর প্রতিশোধ এবং রাতভর অভিযানের পর নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে চূড়া কমপ্লেক্সে ভারতীয় সেনাবাহিনী আত্মসমর্পণের প্রতীক হিসেবে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে। এর মাধ্যমে ভারত মূলত তাদের পরাজয় মেনে নিয়েছে।”
তিনি আরও জানান, পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতীয় বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একইসঙ্গে দাবি করা হয়েছে, পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং ভারতের গণমাধ্যমে বিমান বাহিনীর ক্ষতিগ্রস্ত অংশের ফুটেজও প্রচারিত হয়েছে।
এদিকে ভারতের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্প্রতি ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছায়। মঙ্গলবার মধ্যরাতে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কাশ্মীর ও পাঞ্জাব অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে।
সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলায় পাকিস্তানে অন্তত ৮ জন এবং ভারতে ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
নুসরাত