ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধের শক্তিশালী জবাব দেয়া হচ্ছে: শাহবাজ শরিফ

প্রকাশিত: ১১:১৭, ৭ মে ২০২৫

ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধের শক্তিশালী জবাব দেয়া হচ্ছে: শাহবাজ শরিফ

ছবি: সংগৃহীত।

পাক-শাসিত আজাদ কাশ্মীরসহ অন্তত নয়টি স্থানে ভারতের চালানো সামরিক হামলার প্রেক্ষাপটে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ‘ভারত যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার শক্তিশালী জবাব দেওয়ার পুরো অধিকার পাকিস্তানের আছে, আর সেই জবাব দেওয়া হচ্ছে।’

বুধবার (৭ মে) ভারতীয় বাহিনীর হামলায় কমপক্ষে ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার। তিনি জানান, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কাশ্মীর সীমান্তবর্তী আহমেদপুর শহরে।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, “পুরো দেশ সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, 'আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভ কামনা রয়েছে।”

তিনি আরও বলেন, “হুমকি মোকাবিলা ও সেটিকে পরাজিত করতে পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

শাহবাজ শরিফ বলেন, 'শত্রুপক্ষকে তার কুৎসিত উদ্দেশ্য কখনো সফল করতে দেওয়া হবে না।'

নুসরাত

×