ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ক্রিকেট মাঠে মোবাইল ফোন! টম বেইলির এই কাণ্ডে তোলপাড় ক্রিকেট বিশ্ব!

প্রকাশিত: ২০:১৮, ৪ মে ২০২৫

ক্রিকেট মাঠে মোবাইল ফোন! টম বেইলির এই কাণ্ডে তোলপাড় ক্রিকেট বিশ্ব!

ছবি: সংগৃহীত

ক্রিকেট মাঠে মোবাইল ফোন নিষিদ্ধ—এই নিয়ম সবারই জানা। কিন্তু সেই প্রচলিত নিয়ম যেন ভুলেই গিয়েছিলেন ল্যাঙ্কাশায়ারের পেসার টম বেইলি। ইংলিশ কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে মাঠে নেমে তিনি ব্যাট হাতে খেলতে শুরু করেন—আর তার পকেটে তখনও মোবাইল ফোন!

ঘটনাটি ঘটে ম্যাচের ১১৪তম ওভারে। ১০ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বেইলি। জোশ শ’র করা একটি বলে দ্বিতীয় রান নিতে গিয়ে নন-স্ট্রাইকার প্রান্তে পৌঁছেই ঘটে বিপত্তি—হঠাৎ করেই তার পকেট থেকে পড়ে যায় একটি মোবাইল ফোন। ধারাভাষ্যকাররাও তখন বিস্ময়ে বলে ওঠেন, ওর পকেট থেকে কিছু একটা পড়ে গেল... ওটা কি মোবাইল ফোন!

এটি মাঠে মোবাইল ফোন নিয়ে খেলার প্রথম ঘটনা কি না, তা নিশ্চিত নয়। তবে ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটারের পকেট থেকে মোবাইল পড়ে যাওয়ার ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন।

আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। তাই এই ঘটনায় টম বেইলি কী ধরনের শাস্তি পান, এখন সেটাই দেখার বিষয়।

তবে মাঠে ঘটে যাওয়া এই অদ্ভুত মুহূর্তটি ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একজন সমর্থক রসিকতা করে লিখেছেন, সম্ভবত ল্যাঙ্কাশায়ারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখন টম বেইলিই সামলাচ্ছেন, তাই ফোন হাতে রেখেই ব্যাট করতে নেমেছেন!

ইনিংস শেষে অবশ্য ব্যাট হাতে ভালোই সময় কাটিয়েছেন বেইলি—৩১ বলে ২২ রানে অপরাজিত ছিলেন তিনি।

এসএফ 

×