ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড, সতর্কতা জারি

প্রকাশিত: ১১:২৭, ৪ মে ২০২৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড, সতর্কতা জারি

ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। এ বিষয়ে একটি সতর্কতা বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয় জানিয়েছে, হ্যাকাররা পেজটির দখল নেওয়ার পর সেখানে একাধিক কন্টেন্ট শেয়ার করেছে।

ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ফেসবুক পেজটি সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

এ অবস্থায়, পেজটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সেখানে প্রকাশিত কোনো কন্টেন্ট শেয়ার না করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

পেজটি ফিরে পেতে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের সহায়তায় কাজ চলছে বলে জানা গেছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/lwOYSNVTmHk?si=VW3RHKxQa3AjTkli

মারিয়া

×