ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সেনাবাহিনীর চাকরি নিয়ে প্রতারণা, প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ১৩:৪৮, ৪ মে ২০২৫

সেনাবাহিনীর চাকরি নিয়ে প্রতারণা, প্রতারক গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

বগুড়া শহরের টিনপট্টি এলাকায় সেনাবাহিনী একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে এক প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে। তারা চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতিয়ে নিত।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, চাকরি প্রত্যাশী সাকিব মিয়া নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়, যিনি সেনাবাহিনীতে চাকরি পাওয়ার জন্য ওই চক্রের খপ্পরে পড়েছিলেন। এ সময় সেনাবাহিনী হাতেনাতে আটক করে চক্রের অন্যতম সদস্য বায়জিৎ মিয়াকে। তার কাছ থেকে সাতজন চাকরি প্রত্যাশীর উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, চারটি ব্যাংকের চেক এবং ১৪টি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়।

পরে বায়জিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূল হোতা তাহের আলী রঞ্জকেও আটক করা হয় শহরের শাকপালা এলাকায় তার বাড়ি থেকে।

প্রতারণার মাধ্যমে চক্রটি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এসব কাগজপত্র সংগ্রহ করতো। আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তারা বিভিন্ন চাকরি পরীক্ষায় যোগ্যতা না থাকার পরও ভুয়া আশ্বাস দিত এবং সংশ্লিষ্ট কাগজপত্রের মাধ্যমে টাকা সংগ্রহ করতো।

এ বিষয়ে সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় এক ব্যক্তি এবং সেনাবাহিনীর সৈনিক নিয়োগ পরীক্ষায় চারজন চাকরি প্রত্যাশীর সঙ্গে চক্রটি প্রতারণা করেছে বলে জানা গেছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/8S8qNrYsagI?si=K9F5WQWlc1ydtjcn

মারিয়া

×