ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আমি হিংসার পক্ষে নই, নিজেদের ব্যর্থতার দায়ে পাকিস্তানের সাথে যুদ্ধ কোন সমাধান নয়: সাবেক কংগ্রেস নেত্রী

প্রকাশিত: ১২:৪৩, ৪ মে ২০২৫; আপডেট: ১২:৪৪, ৪ মে ২০২৫

আমি হিংসার পক্ষে নই, নিজেদের ব্যর্থতার দায়ে পাকিস্তানের সাথে যুদ্ধ কোন সমাধান নয়: সাবেক কংগ্রেস নেত্রী

ছবিঃ সংগৃহীত

কন্নড় চলচ্চিত্র জগতের স্বর্ণকন্যা ও কংগ্রেসের প্রাক্তন আইটি সেল প্রধান রম্যা ওরফে দিব্যা স্পন্দনা বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কোনও সমস্যার সমাধান নয় এবং এতে কেউ লাভবান হবে না। বরং সরকারের উচিত এমন ঘটনাগুলো যাতে আর না ঘটে, সে দায়িত্ব পালন করা।

“ব্যর্থতার কারণে যুদ্ধ ঘোষণা ঠিক নয়”

বেঙ্গালুরুতে এক প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় রম্যা বলেন, “আমি কোনও ধরনের হিংসার পক্ষে নই। আমি মনে করি না পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধই সমাধান। আমরা নেতাদের নির্বাচন করি আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ব্যর্থতার দায়ে যুদ্ধ ঘোষণা করা একেবারেই সঠিক নয়। শেষ পর্যন্ত আমাদের সৈনিকরাই মারা যাবেন।”

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহালগাম হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে দেশজুড়ে জনমত তৈরি হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটেই রম্যা এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “ব্যক্তিগতভাবে আমি কোনও ধরনের হিংসার পক্ষে নই, কারণ হিংসা কারও মঙ্গল করে না। সরকারের উচিত এই ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।”

“পাকিস্তান নরক নয়” মন্তব্যে বিতর্ক

২০১৬ সালে পাকিস্তান সফর শেষে দেশে ফিরে রম্যা বলেছিলেন, “পাকিস্তান নরক নয়,”—এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। তিনি তখন একদল দক্ষিণ এশীয় তরুণ সংসদ সদস্যদের সঙ্গে পাকিস্তান সফরে গিয়েছিলেন।

রম্যা সেদিন বলেন, “পাকিস্তানের মানুষ ভারতীয়দের মতোই, তারা আমাদের খুব ভালো ব্যবহার করেছে।” এরপর তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয় এবং বিজেপি ও ডানপন্থী কর্মীদের পক্ষ থেকে তাঁকে “দেশবিরোধী” বলা হয়। তবে রম্যা নিজের অবস্থানে অটল থাকেন। তিনি একটি ব্লগে লেখেন, “যেখানে খুনের মতো অপরাধে মানুষ পার পেয়ে যায়, সেখানে যারা শান্তির কথা বলে, তাদেরই টার্গেট করা হয়—এটা খুবই আইরনিক।”

২০১৯ সালে তিনি কংগ্রেস আইটি সেলের প্রধান পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি আবার সিনেমা জগতে ফিরতে প্রস্তুত হচ্ছেন।

তথ্যসূত্রঃ https://www.oneindia.com/bengaluru/going-to-war-against-pakistan-will-not-benefit-anyone-actress-ramya-aka-divya-spandana-on-pahalgam-4142135.html

মারিয়া

আরো পড়ুন  

×