
ছবি: সংগৃহীত
মোহনলালের থ্রিলার ‘থুদারুম’ আমিরাতের বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে। ইতোমধ্যে ছবিটি মোট ৩৫১,৬০৩টি প্রবেশপত্র বিক্রি করেছে। মাত্র ২ মে থেকে ৪ মে-র ছুটির শেষ সপ্তাহান্তেই ছবিটি ৮৮,৮২৮টি প্রবেশপত্র বিক্রি করেছে বলে জানিয়েছে স্থানীয় পরিবেশক। এই ছবির এমন দাপুটে পারফরম্যান্স মালায়ালাম সিনেমার প্রতি এই অঞ্চলের গভীর ভালোবাসার প্রতিফলন।
বিশ্বব্যাপী, ‘থুদারুম’ মুক্তির ছয়দিনেই ঢুকে পড়েছে ১০০০ কোটি রুপির অভিজাত ক্লাবে যা ২০২৫ সালে এই মাইলফলক ছোঁয়া দ্বিতীয় মালায়ালাম সিনেমা। যেখানে এমপুরান মাত্র দুইদিনে এই লক্ষ্যে পৌঁছেছিল, ‘থুদারুম’ হয়েছে বছরের দ্বিতীয় দ্রুততম সিনেমা এই দিক থেকে।
এটি মোহনলালের চতুর্থ সিনেমা যা ১০০০ কোটির গণ্ডি পেরিয়েছে। এর আগে ছিল পুলিমুরুগান, লুসিফার, এবং এমপুরান। বিশ্বব্যাপী এই ছবির আয় প্রায় ৪৪.৫ মিলিয়ন দিরহাম, যা প্রমাণ করে মোহনলালের সীমান্ত পেরোনো জনপ্রিয়তা।
রিভিউতে উল্লেখ করা হয়েছে, ‘থুদারুম’ কোনো উচ্চ-অকটেন অ্যাকশন সিনেমা নয়, বরং এক ধরনের ধীরগতির, আবেগনির্ভর থ্রিলার। মোহনলাল এখানে একেবারে সংবৃত, গভীর অভিনয় করেছেন। আর প্রতিপক্ষ হিসেবে প্রকাশ বর্মা ও বিনু পাপ্পু নজর কেড়েছেন তাদের শীতল, ভয়জাগানিয়া চরিত্রে।
শহীদ