ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বেইলি রোড

রেস্টুরেন্টে নয়, আগুন লেগেছে বেজমেন্টে

প্রকাশিত: ১৯:৫৯, ৫ মে ২০২৫

রেস্টুরেন্টে নয়, আগুন লেগেছে বেজমেন্টে

ছবি: সংগৃহীত

বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনের উৎস রেস্টুরেন্টে নয়, বরং ভবনের বেজমেন্টে—এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে।

ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের দল। ভবনের ছাদ থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও তদন্তাধীন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ৫৮ মিনিটে। শুরুতে ৩টি ইউনিট কাজ করলেও পরে আরও ৫টি ইউনিট যোগ দিয়ে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঘটনাস্থলে এখনো তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধারকারী দল।

আবীর

×