ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

স্ত্রীর নাক সুন্দর, ঘুমন্ত অবস্থায় কামড়ে নিলেন স্বামী!

প্রকাশিত: ১৯:৫৭, ৫ মে ২০২৫; আপডেট: ১৯:৫৮, ৫ মে ২০২৫

স্ত্রীর নাক সুন্দর, ঘুমন্ত অবস্থায় কামড়ে নিলেন স্বামী!

ছবি: সংগৃহীত

নাকটা নাকি এত সুন্দর যে সহ্যই করতে পারলেন না স্বামী— শেষমেশ ঘুমন্ত স্ত্রীর নাকে কামড়ে দিলেন তিনি! নৃশংস এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম বাপন শেখ। স্ত্রী মধু খাতুনের অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে, স্ত্রী ঘুমিয়ে থাকার সময় আচমকাই তাঁর নাকে কামড়ে বসেন বাপন শেখ। শুধু কামড়ানোতেই ক্ষান্ত হননি, নাকের একটি অংশ ছিঁড়ে খান বলে অভিযোগ। প্রচণ্ড যন্ত্রণায় ঘুম ভেঙে যায় মধু খাতুনের, শুরু হয় চিৎকার চেঁচামেচি। নিজেকে বাঁচাতে গিয়ে ফের স্বামীর আক্রমণের শিকার হন তিনি— এবার কামড় পড়ে তাঁর আঙুলে।

মধু খাতুন জানিয়েছেন, “আমার স্বামী মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় থাকত। বলত, তোর মুখটা এত সুন্দর কেন? নাকটা তো আরও সুন্দর! একদিন নাকটা খেয়ে নেব। সেই ভয়ই সত্যি করল সে।” শুধু তাই নয়, সুন্দর চেহারার কারণে অ্যাসিড হামলার হুমকিও নাকি দিয়েছিল বাপন।

অভিযোগ, ঘটনার রাতে গলা টিপে ধরার পর স্ত্রীকে আক্রমণ করেন বাপন শেখ। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন মধু। এরপর শনিবার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার তাঁকে রানাঘাট আদালতে তোলা হয়।

এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৈত্র জানান, “পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলা হয়েছে তাঁকে।”

গৃহবধূর মা রোশনা বেগম বলেন, “চিৎকার শুনে দৌড়ে যাই ঘরে। দেখি মেয়ের নাক ও হাত রক্তাক্ত। জামাই আমাকে মারধর করতে আসে। যদি আগে জানতাম মেয়ের ওপর এমন অত্যাচার চলছে, তাহলে আগেই নিয়ে যেতাম তাকে। আমি চাই, বাপন শেখের উপযুক্ত শাস্তি হোক।”

প্রেম করে নয় বছর আগে বিয়ে হয়েছিল মধু ও বাপনের। তাঁদের একটি আট বছরের কন্যাসন্তানও রয়েছে। এতদিন সংসার ভালোই চলছিল বলে জানা গেলেও, সেই সম্পর্ক এক রাতে রূপ নেয় হিংস্রতার। বর্তমানে মধু খাতুন চিকিৎসাধীন, আর বাপন শেখ পুলিশি হেফাজতে।

সূত্র: ইটিভি ভারত

এম.কে.

×