ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মোদিকে ফোন পুতিনের, আসছেন ভারত সফরে

প্রকাশিত: ২১:৩৫, ৫ মে ২০২৫; আপডেট: ২১:৩৬, ৫ মে ২০২৫

মোদিকে ফোন পুতিনের,  আসছেন ভারত সফরে

ছবি: সংগৃহীত।

কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে প্রাপ্ত আমন্ত্রণ গ্রহণ করে তিনি শিগগিরই নয়াদিল্লি সফর করবেন।

সোমবার (৫ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে। এক্স (সাবেক টুইটার)–এ পোস্ট করা এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানান এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে রাশিয়া সবসময় ভারতের পাশে থাকবে।”

ফোনালাপে দুই নেতা ভারত-রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী মোদি এ সময় রাশিয়ার 'বিজয় দিবস' উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে অভিনন্দন জানান এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও এলাকায় একটি পর্যটকবহরে সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় অন্তত ২৬ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি অঞ্চলটিতে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই হামলাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাম্প্রতিক এক বিবৃতিতে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

নুসরাত

×