ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ঘরে সৌভাগ্য ,অর্থ, স্বাস্থ্য ও ইতিবাচকতার বার্তা টানে যেসব গাছ

প্রকাশিত: ২৩:৪১, ৫ মে ২০২৫

ঘরে সৌভাগ্য ,অর্থ, স্বাস্থ্য ও ইতিবাচকতার বার্তা টানে যেসব গাছ

অন্দরসজ্জার ক্ষেত্রে গাছ এখন শুধু শোভামাত্র নয়—বিশ্বাস অনুযায়ী কিছু গাছ ঘরে ডেকে আনতে পারে সৌভাগ্য, অর্থনৈতিক সমৃদ্ধি এবং মানসিক প্রশান্তি। যুগ যুগ ধরে এদেরকে মনে করা হয় সুখ ও সুস্থতার প্রতীক। আজও অনেকেই ঘরে এসব ‘সৌভাগ্যের গাছ’ রাখেন আশায়, জীবন হবে আরও সুন্দর, আরও অনুকূল।

নিচে এমন ১১টি গাছের কথা তুলে ধরা হলো, যেগুলোকে সৌভাগ্যের বার্তাবাহক মনে করা হয়:

 

Best Good Luck Plants for Attract Money Health and Positive Vibes at Home. From the lucky bamboo to the money tree and...

১. মানি ট্রি (Pachira Aquatica):
ফেং শুই মতে ধন-সম্পদ টানার প্রতীক এই গাছ। পাঁচ পাতার একেকটি শাখা ধনসম্পদের শক্তি বহন করে। দক্ষিণ-পূর্ব কোণে রাখলে তা নাকি বাড়ির ভাগ্য খুলে দেয়।

 

Best Good Luck Plants for Attract Money Health and Positive Vibes at Home. From the lucky bamboo to the money tree and...

২. লাকি ব্যাম্বু (Dracaena Sanderiana):
আসল ব্যাম্বু নয়, তবে এশীয় সংস্কৃতিতে সৌভাগ্যের প্রতীক। শাখার সংখ্যাও গুরুত্বপূর্ণ—৩টি খুশির জন্য, ৫টি অর্থের জন্য, ৭টি স্বাস্থ্যর জন্য।

Best Good Luck Plants for Attract Money Health and Positive Vibes at Home. From the lucky bamboo to the money tree and...

৩. অ্যানথুরিয়াম:
হৃদয়-আকৃতির লাল ফুল মানসিক উত্তাপ ও উজ্জীবনের প্রতীক। ফেং শুই মতে এটি উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্যের প্রতীক এবং বায়ু বিশুদ্ধ করতে কার্যকর।

Best Good Luck Plants for Attract Money Health and Positive Vibes at Home. From the lucky bamboo to the money tree and...

৪. জেড প্ল্যান্ট (Crassula Ovata):
‘মানি প্ল্যান্ট’ নামেও পরিচিত। মুদ্রার মত পাতা হওয়ায় একে সম্পদের প্রতীক বলা হয়। দরজার পাশে রাখলে সৌভাগ্যকে স্বাগত জানায়।

Best Good Luck Plants for Attract Money Health and Positive Vibes at Home. From the lucky bamboo to the money tree and...

৫. ফিগ ট্রি (Ficus):
কোরআনে নামোল্লেখ আছে এই গাছের। পশ্চিম এশিয়ার ঐতিহ্যে এটি আশীর্বাদের প্রতীক। উচ্চ ছাদবিশিষ্ট ঘরে বিশেষভাবে মানায়।

Best Good Luck Plants for Attract Money Health and Positive Vibes at Home. From the lucky bamboo to the money tree and...

৬. জুঁই ফুল:
সুগন্ধি এই গাছ প্রেম, ঐশ্বরিক আশীর্বাদ ও স্নিগ্ধতার প্রতীক। সন্ধ্যার হাওয়ায় এর সুবাস মনকে শান্ত করে, সৌভাগ্যের বার্তা বয়ে আনে।

Best Good Luck Plants for Attract Money Health and Positive Vibes at Home. From the lucky bamboo to the money tree and...

৭. খেজুর গাছ:
মধ্যপ্রাচ্যের ঐতিহ্য বহনকারী গাছটি সৌন্দর্য, দৃঢ়তা ও আতিথেয়তার প্রতীক। ছোট সংস্করণ ঘরের প্রবেশপথে রাখলে নাকি অতিথি ও সৌভাগ্য দুটোই টানে।

Best Good Luck Plants for Attract Money Health and Positive Vibes at Home. From the lucky bamboo to the money tree and...

৮. ইউক্যালিপটাস:
আধ্যাত্মিক ও শারীরিক পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত। ঝুলন্ত শাখা স্নানঘরে রাখলে তৈরি করে স্পা-সুলভ পরিবেশ, দূর করে নেগেটিভ এনার্জি।

Best Good Luck Plants for Attract Money Health and Positive Vibes at Home. From the lucky bamboo to the money tree and...

৯. সাইট্রাস ট্রি (লেবু, কমলা জাতীয়):
ফল ও ফুল দুটোই সৌভাগ্যের প্রতীক। এশিয়া ও আরব সংস্কৃতিতে এটি উর্বরতা, সমৃদ্ধি ও রক্ষার প্রতীক হিসেবে পরিচিত।

Best Good Luck Plants for Attract Money Health and Positive Vibes at Home. From the lucky bamboo to the money tree and...

১০. জেড জেড প্ল্যান্ট (Zamioculcas zamiifolia):
কম আলোয় বেঁচে থাকতে পারে, কম যত্নে টিকে থাকে। এ কারণে কর্মজীবী মানুষের জন্য সৌভাগ্যের আদর্শ গাছ।

Best Good Luck Plants for Attract Money Health and Positive Vibes at Home. From the lucky bamboo to the money tree and...

১১. বে লরেল (Bay Laurel):
প্রাচীন গ্রীসে বিজয়ীদের মুকুট হিসেবে ব্যবহৃত হতো। এখন এটি ঘরের দরজার পাশে রাখলে সাফল্য ও সৃজনশীল শক্তি বাড়ায় বলে বিশ্বাস করা হয়।

×