
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার অর্থপেটিক্স বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াজ মৃধার গ্রামের বাড়ীতে ডাকাতি হয়েছে। ডাকাতদল বৃদ্ধা মা ও ফুফুকে বেঁধে মারধর করে নগদ দের লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ঘটনা ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামে। সোমবার সকালে আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াজ মৃধার বৃদ্ধ বাবা মোঃ রফিক মৃধা, মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিধি আমতলীর গ্রামের বাড়ী পুর্ব চিলায় বসবাস করেন। তার বাবা গত ২৯ এপ্রিল হজ্বের যান। ওই সুযোগে রবিবার দিবাগত গভীর রাতে তার বাড়ীর পাকা ভবনের গ্রীল কেটে ৭/৮ জন মুখোশধারী ডাকাতদল ভিতরে প্রবেশ করে। তারা তার মা ও ফুফুকে বেঁধে মারধর করে। পরে তারা ঘরের আলমিরা ভেঙ্গে তছনছ করে এবং চার ভরি স্বর্নালংকার ও নগদ দের লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক ডাঃ রিয়াজ মৃধা বলেন, আমার বাবা হজ্বে গেছেন। বাড়ীতে মা ও ফুফু ছিল। রবিবার দিবাগত রাতে ৭/৮ জন মুখোশধারী ডাকাতদল ঘরের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা মা ও ফুফুকে বেঁধে মারধর করে ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার ও নগদ দের লাখ টাকা নিয়ে গেছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মুমু