
ছবিঃ সংগৃহীত
গতকাল রাজশাহীতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিংসেটে মারা যান স্টান্টম্যান মনির হোসেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরে শাকিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এ বিষয়ে চিত্রনায়িকা রত্না তার একটি ফেইসবুক স্ট্যাটাসে শাকিব খানকে উদ্দেশ্য করে লেখেন, এটা নতুন নয়, আপনি কখনো পেছনের গল্প মনে রাখেন না।’
স্ট্যান্টম্যানের মৃত্যুর ঘটনার সময় শাকিব শুটিং করলেও হাসপাতালে তাকে দেখতে যাননি বলে জানা যায়। এমকি মৃত স্ট্যান্টম্যান মনিরের পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করেননি। এ ঘটনার পরে শাকিবের অন্য সহকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ক্ষোভ প্রকাশ পেয়েছে চিত্রনায়িকা রত্না কবিরের এক ফেসবুক স্ট্যাটাসে। রত্না তার স্ট্যাটাসে লিখেন, “সুপ্রিয় শাকিব খান, কাল আপনার ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের সেটে মনির মারা গেলেন। শুনেছি, আপনি একবারও ছেলেটির কাছে হাসপাতালে বা তার পরিবারের কাছে যাননি। আপনি একবারও তার পাশে দাঁড়ালেন না। এটা নতুন নয়, আপনি কখনো পেছনের গল্প মনে রাখেন না।’
রত্না বলেন, ‘সিনেমা থেকে অনেক পেয়েছেন অনেক নিয়েছেন। এখন দিতে শিখুন। যতই ইংরেজি শিখেন পাকিস্তানি ভাষা বলতে পারেন আর হিন্দি ভাষা বলে বাহবা পান। আপনি কিন্তু বাংলা চলচ্চিত্র আর বাংলাদেশেরই একজন মানুষ।’
তিনি আরও বলেন, ‘এখন সময় হয়েছে বাস্তবের নায়ক হয়ে ওঠার। আপনি অনেক কিছু পেয়েছেন বাংলা সিনেমা থেকে। এখন কিছু ফেরত দেওয়ার সময়। মনিরের পরিবারের পাশে দাঁড়ান। পর্দার পেছনের যারা আপনাকে আজকের শাকিব বানিয়েছে, তাদের ভুলে যাবেন না।’
ইতিমধ্যেই তার পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে বলেছেন, ‘তাণ্ডব’ সিনেমার পুরো টিমের উচিত ছিল মনিরের পরিবারের পাশে দাঁড়ানো। শাকিব খানেরও উচিত ছিল কোনো প্রতিক্রিয়া জানানো।
আরশি