
ছবি: সংগৃহীত
বয়স যেন শুধুই একটি সংখ্যা—এটি বারবার প্রমাণ করে চলেছেন বলিউডের ভাইজান সালমান খান। বয়স পেরিয়ে গেলেও একের পর এক সিনেমা উপহার দিয়ে এখনও দর্শকদের মনে রাজ করছেন তিনি। বড়পর্দায় তার অবস্থান অটুট। এমনকি হত্যার হুমকি মাথায় নিয়েও দেশের বিভিন্ন প্রান্তে ছবির শুটিং চালিয়ে যাচ্ছেন নির্ভয়ে।
তবে এবার অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি কাপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়া কাপিল শো’-তে হাজির হয়ে নিজের শারীরিক সমস্যার কথা শেয়ার করেন সালমান খান। তিনি জানান, দীর্ঘদিন ধরেই মস্তিষ্কের বেশ কিছু জটিল রোগে ভুগছেন তিনি।
সালমান বলেন, "প্রতিদিন শরীরে ব্যথা, হাড় ভাঙছে, পেশি ছিঁড়ে যাচ্ছে। তবুও আমি নিয়মিত কাজ করে যাচ্ছি। আমি ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম এবং এভি ম্যালফরমেশনের মতো জটিল রোগে আক্রান্ত।"
উল্লেখ্য, ২০১৭ সালেও এই রোগের কথা প্রকাশ্যে এনেছিলেন সালমান। ট্রাইগেমিনাল নিউরালজিয়াকে ‘সুইসাইড ডিজিজ’ নামেও ডাকা হয়, কারণ এর যন্ত্রণায় অনেকেই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তে উপনীত হন। অন্যদিকে, এভি ম্যালফরমেশন হলো শিরা ও ধমনীর একধরনের সংযুক্তি ত্রুটি, যা মস্তিষ্কে রক্তপ্রবাহে জটিলতা সৃষ্টি করতে পারে।
তবে এসব শারীরিক কষ্ট যেন তাকে দমিয়ে রাখতে পারেনি। বরাবরের মতো এবারও তিনি তার পেশাদারিত্ব ও অদম্য মানসিক শক্তির পরিচয় দিয়েছেন।
আসিফ