
ছবি : সংগৃহীত
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যা মামলায় প্রধান আসামি চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৫ মে) চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভার্চুয়াল শুনানির মাধ্যমে এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এদিন আদালতে চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। নিরাপত্তাজনিত কারণে চিন্ময় কৃষ্ণদাসকে আদালতে সরাসরি হাজির না করে কারাগার থেকেই ভার্চুয়ালি সংযুক্ত করা হয়। শুনানির সময় আদালতের বিচারক তাকে গ্রেপ্তার সংক্রান্ত আদেশটি পড়ে শোনান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইনজীবী আলিফের বাবার দায়ের করা মামলায় হত্যার নির্দেশদাতা হিসেবে চিন্ময়কে প্রধান আসামি করা হয়।
শুনানির সময় চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। বিচারক তদন্ত কর্মকর্তার আবেদন গ্রহণ করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আঁখি