ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মীরা কাপুরের খোলামেলা স্বীকারোক্তি

প্রকাশিত: ১৫:৪৩, ৫ মে ২০২৫

মীরা কাপুরের খোলামেলা স্বীকারোক্তি

ছবি: সংগৃহীত

তারকা দম্পতির জীবন যেন সবসময় জৌলুশে ভরা-কিন্তু মীরা রাজপুত কাপুর জানিয়ে দিলেন, বাস্তবতা এর চেয়ে অনেক আলাদা। ‘মোমেন্টস অফ সাইলেন্স’ পডকাস্টে নায়না ভান ও সাক্ষী শিবদাসানির সঙ্গে এক খোলামেলা আড্ডায় মীরা ভাগ করে নিলেন তার জীবনের অপ্রকাশিত কিছু অধ্যায়-বিয়ের পরের একাকিত্ব, বন্ধুত্বে টানাপড়েন এবং তারকা স্বামীর কাছ থেকে গসিপ না পাওয়ার আক্ষেপ।

২০ বছর বয়সে বিয়ে, আর সেই শুরু নিঃসঙ্গতার গল্প।
“এটা খুবই একঘেয়ে আর একাকী ছিল,” মীরা বললেন তার ২০ বছর বয়সে শাহিদ কাপুরকে বিয়ের প্রসঙ্গে। সবাই যেখানে তাদের সম্পর্ককে রূপকথার মতো মনে করছিল, মীরা তখন বাস্তবে খুঁজছিলেন মানিয়ে নেওয়ার পথ। “আমরা (আমি ও আমার বন্ধুরা) তখন আলাদা ধাপে ছিলাম। আমি দেখতাম ওরা কী করছে, ভাবতাম আমি কেন পারছি না!”

যেখানে তার বন্ধুরা মাস্টার্সে ভর্তি হচ্ছিলেন, কেউবা ঘুরে বেড়াচ্ছিলেন ইউরোপে, সেখানে মীরা নতুন শহর, নতুন পরিবার আর এক নতুন জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। “তাদের সঙ্গে আগের মতো কথা বলাও পারতাম না,” বলেন মীরা। “ওরা বলত, ‘বিয়ে হলেই কি বন্ধুদের ভুলে যাবে?’ আমি বলতাম, ‘আমি সত্যিই ব্যস্ত!’” তবে বন্ধুত্ব শেষ হয়নি, বরং সময়ের সঙ্গে টিকেই গেছে। “তখন ওরা বুঝত না, এখন বুঝে-কারণ ওরাও একই ধাপে আছে।”

গসিপের বিষয়ে শাহিদ: ‘সবচেয়ে খারাপ উৎস!’
মীরার স্বামী বলিউড তারকা শাহিদ কাপুর-তাহলে নিশ্চয়ই ভেতরের খবর জানেন? উত্তরটা হলো-না! “আমার একমাত্র গসিপ উৎস তো শাহিদ,” মীরা মজা করে বলেন, “কিন্তু ও গসিপ একদমই পছন্দ করে না! আর কেমন যেন কিছুই আমাকে বলে না।” এমনকি মীরাকে অনেক সময় বলতে হয়, “বল তো কী চলছে?” আর শাহিদ জবাবে বলেন, “জানি না।” গসিপ নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই।

রেডিটের গসিপ থ্রেড আর নিজের নাম দেখে চমক!
তবে মীরার গসিপ প্রেম থেমে নেই-তিনি নিজেই স্বীকার করেন, মাঝে মাঝে রেডিট ঘাঁটেন আর চোখ বড় বড় করে দেখেন কত রকম গল্প ছড়ায়। “সবচেয়ে মজার ব্যাপার হয় যখন দেখি সেই গল্পটা আমার নিয়েই-আর আমি জানি সেটার একফোঁটা সত্যও নেই! তখন ভাবি, যদি এটা এতটাই ভুল হয়, তাহলে বাকি ৯০% গল্পও হয়ত বানানো।”

স্বচ্ছতা ও বাস্তবতায় মীরা কাপুরের বার্তা স্পষ্ট।
হ্যাঁ, তিনি একজন তারকার স্ত্রী। হ্যাঁ, তাঁর জীবন বাইরে থেকে স্বপ্নের মতো। কিন্তু সেই জীবনের পেছনেও আছে মানিয়ে নেওয়ার গল্প, বন্ধুত্ব রক্ষার লড়াই আর এমন একজন স্বামী যিনি গসিপের চেয়ে সিনেমার স্ক্রিপ্টে বেশি আগ্রহী!

তাই যখন আপনি মীরা-শাহিদের কোন গ্ল্যামারাস ছবি দেখবেন, মনে রাখবেন-সেই ছবির আড়ালেই মীরা হয়ত এখনো অপেক্ষায় আছেন, যদি কখনও শাহিদ একটু ‘চায়ের কাপ’ হাতে নেন!

সূত্র: https://shorturl.at/aoIiZ 

মিরাজ খান

×