
ছবি: সংগৃহীত
মারাত্মক দুর্ঘটনার কবলে ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক পবনদীপ রাজন। সোমবার (৫ মে) ভোররাতেই আহমেদাবাদে দুর্ঘটনার শিকার পবনদীপ রাজনের গাড়ি।
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ভর্তি গায়ক। রিপোর্ট অনুযায়ী, শিল্পীর বাম পা এবং ডান হাতে গুরুতর আঘাত লেগেছে বলেই জানা গিয়েছে।
আহমেদাবাদের হাসপাতালে গায়কের ভর্তি থাকার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গিয়েছে। হাতে, পায়ে জড়ানো ব্যান্ডেজ। তবে পবনদীপ বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।
রিপোর্ট অনুযায়ী, গুজরাতের আহমেদাবাদের রাস্তায় ভোররাত ২ টো নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। ভেঙেচুরে গিয়েছে গায়কের গাড়িও। দেশের অন্যতম খ্যাতনামা গানের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর সিজন ১২-এর বিজেতা ছিলেন পবনদীপ। এই সিজনেরই আরও এক প্রতিযোগী বাঙালি গায়িকা অরুণিমা অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চাও ছিল তুঙ্গে। তাদের অনুরাগীর সংখ্যাও প্রচুর।
শহীদ