ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

৪ মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে গুলশানের বাসা ফিরোজা

প্রকাশিত: ১২:৫৮, ৫ মে ২০২৫; আপডেট: ১৩:০০, ৫ মে ২০২৫

৪ মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া,  প্রস্তুত করা হচ্ছে গুলশানের বাসা ফিরোজা

ছবি : সংগৃহীত

চার মাস চিকিৎসা ও বিশ্রাম শেষে আজ সোমবার (৫ মে) ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে যাত্রা করবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দুই পুত্রবধূ, চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট ৯ জন।

 

 

দীর্ঘদিন লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে। এদিকে, তার স্বাগত জানাতে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ‘ফিরোজা’। বাসাটিতে ধোয়া-মোছা, মশক নিধন, জেনারেটর ও এসির সার্ভিসিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি, তার ব্যবহৃত নিশান প্যাট্রল গাড়িটি নতুন করে রঙ করে বুলেটপ্রুফ গ্লাস লাগানো হয়েছে।

বেগম জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তার বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, যিনি দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে পা রাখতে চলেছেন। তিনি ঢাকায় ফিরে ধানমন্ডির পৈত্রিক বাড়িতে অবস্থান করবেন। তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি।

 

 

আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকালে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়াকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন সড়কে শৃঙ্খলভাবে অবস্থান নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

 

 

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি দেশ ছাড়েন বেগম খালেদা জিয়া। ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। প্রায় ১৭ দিন হাসপাতালে থাকার পর ছেলের বাসায় উঠে চিকিৎসা চালিয়ে যান দেশের সাবেক এই প্রধানমন্ত্রী।

আঁখি

আরো পড়ুন  

×