
ছবিঃ সংগৃহীত
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক গণআন্দোলনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "নেতানিয়াহু ইসরায়েল নন।"
বারাক চ্যানেল ১৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “নেতানিয়াহু কার্যত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য দেশজুড়ে গণঅসহযোগ আন্দোলন শুরু করতে হবে।”
তিনি ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিআরাকে আহ্বান জানিয়ে বলেন, “নেতানিয়াহুকে পদত্যাগে বাধ্য করতে তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক দাবি জানানো উচিত।”
সম্প্রতি নেতানিয়াহু বলেন, “ইসরায়েলের শত্রুদের পরাজিত করাই গাজায় বাকি বন্দীদের মুক্তির চেয়ে গুরুত্বপূর্ণ।”
এই মন্তব্যের পর ইসরায়েলজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। গাজায় আটক বন্দীদের পরিবারসহ বিভিন্ন মহল নেতানিয়াহুর এই বক্তব্যকে অমানবিক ও দায়িত্বহীন বলে আখ্যা দেয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ ও অবরোধ পরিস্থিতির মধ্যে নেতানিয়াহুর এমন অবস্থান দেশটির ভিতরে ক্ষোভ ও বিভক্তি আরও বাড়িয়ে তুলছে। এ পরিস্থিতিতে এহুদ বারাকের মতো একজন সাবেক প্রধানমন্ত্রী কর্তৃক ‘গণঅসহযোগ আন্দোলনের’ আহ্বান ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
সূত্রঃ আল জাজিরা
ইমরান