ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

কেন ‘অপারেশন সিঁদুর’ নাম দিল ভারত, নেপথ্যে কোন পরিকল্পনা?

প্রকাশিত: ১২:২৭, ৭ মে ২০২৫

কেন ‘অপারেশন সিঁদুর’ নাম দিল ভারত, নেপথ্যে কোন পরিকল্পনা?

ছবি: সংগৃহীত।

কাশ্মীর সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে চালানো এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, এই নামটি শুধু সামরিক নয়, বরং সাংস্কৃতিক ও প্রতীকী অর্থ বহন করে।

‘সিঁদুর’ শব্দটি হিন্দু সমাজে বিবাহিত নারীর সৌভাগ্য, মর্যাদা ও প্রতিশ্রুতির প্রতীক হিসেবে বিবেচিত। এটি রক্তের রঙেরও প্রতীক, যা সাহস, আত্মত্যাগ ও আনুগত্যের বার্তা দেয়। সামরিক ভাষ্যে এই নাম ব্যবহার করে ভারত যেন এক ধরনের প্রতিশোধ ও জাতীয় গৌরবের বার্তা দিতে চেয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।

তবে এ নামকরণ নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। নিউইয়র্ক-ভিত্তিক পাকিস্তানি লেখক ও মিডল ইস্ট আইয়ের সাংবাদিক আজাদ ইসার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, “ভারত ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়েছে—এটা নিছক কাকতালীয় নয়। সিঁদুর একধরনের দখলদারিত্বের প্রতীক, যা কনের কপালে বর পরায়। এর মধ্য দিয়ে ভারত যেন পাকিস্তান শাসিত কাশ্মীরকে দখলযোগ্য ভূখণ্ড হিসেবে দেখাতে চাচ্ছে।”

তিনি একে “ফ্যাসিস্ট হিন্দু জাতীয়তাবাদী মানসিকতা”র প্রকাশ বলেও উল্লেখ করেন এবং বলেন, ভারত নিজেকে সাম্রাজ্যিক শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছে।

অন্যদিকে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ অভিযানের নামকরণ নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এটি একধরনের প্রতিশোধ ও সম্মান পুনরুদ্ধারের বার্তা।

গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রেক্ষিতে চালানো এই হামলাকে ‘রক্তের প্রতিশোধ’ হিসেবে ব্যাখ্যা করছেন অনেকেই।

ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেওয়ার প্রতীকী শোক ও রক্তপাতকে কেন্দ্র করেই হয়তো ‘সিঁদুর’ নামটি বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই নামকরণ ধর্মীয় ও রাজনৈতিক বার্তারও বহন করছে বলে মত দিয়েছেন একাধিক পর্যবেক্ষক।

নুসরাত

আরো পড়ুন  

×