
ছবি: সংগৃহীত
যে মোবাইল হারিয়ে গেলে ফেরত পাওয়া যায় না এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এসআই জাহাঙ্গীর আলম বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করলেই যে মোবাইল ফোন ফিরে পাওয়া যাবে—তা নয়।
এসআই জাহাঙ্গীর বলেন, “মোবাইল হারানোর পর যেটা ব্যবহার হয়, সেটার ফেরত পাওয়ার কিছুটা সম্ভাবনা থাকে। কিন্তু যেটা ব্যবহারই হয় না, সেটা ফেরত পাওয়ার সুযোগ নেই বললেই চলে।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “ধরুন আপনি ছিনতাইয়ের শিকার হলেন। ছিনতাইকারী আপনার মোবাইল ফোন, টাকা-পয়সা, হাতের আংটি সব কিছু নিয়ে গেল। এখন যদি সে মনে করে মোবাইলটা তার কাছে রাখা নিরাপদ নয়, তাহলে সেটি পানিতে বা নদীতে ফেলে দিতে পারে, ভেঙে ফেলতে পারে কিংবা ক্ষেতের মধ্যে ছুড়ে ফেলতে পারে। সেক্ষেত্রে মোবাইলটা একদম বিনষ্ট হয়ে গেলে, কোনো পুলিশই সেটি উদ্ধার করতে পারবে না।”
সূত্র: https://youtube.com/shorts/OeFVhv3yWpU?si=s8sOaiaXf49xqibV
আবীর