ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ভারতের মেঘালয়ে কয়লা কোয়ারি ধ্বসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশিত: ২১:২১, ৫ মে ২০২৫

ভারতের মেঘালয়ে কয়লা কোয়ারি ধ্বসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে কোয়ারি থেকে কয়লা উত্তোলনে করতে গিয়ে বাংলাদেশি এক শ্রমিকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।    

সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বালিয়াঘাট বিওপি এলাকার সীমান্তের শূন্যরেখা হতে ৩৫ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পশ্চিম লাকমা গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে নুর মিয়া (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত আট নয় দিন ধরে নুর মিয়াসহ কয়েকজন শ্রমিক ভারতে অনুপ্রবেশ করে অবস্থান করছিল। এসময় তাঁরা ভারতের মেঘালয় পাহাড়ে থাকা বিভিন্ন কয়লার কোয়ারিতে কয়লা উত্তোলনের কাজ করতো। ঘটনার দিন সকালে কোয়ারিতে ঢুকে কয়লা উত্তোলন করতে গেলে কোয়ারির উপরের অংশের মাটি ধ্বসে শরীরের উপড়ে পড়লে মারা যান নুর মিয়া। পরে মৃত্যুর বিষয়টি গোপন রেখে সঙ্গে থাকা অন্য শ্রমিকরা দুপুর ১২টার নুর মিয়ার মরদেহ বাংলাদেশে নিয়ে আসে।

এ ঘটনায় বালিয়াঘাট বিওপির বিজিবির এক সদস্য জানিয়েছেন, মৃত্যুর খবরটি শুনেছি। বিস্তারিত খোঁজ নিতে নিহতের বাড়িতে আমাদের লোক পাঠানো হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।   

আসিফ

×