ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ২১:১১, ৫ মে ২০২৫

পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার

ছবিঃ প্রতিবেদক

পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মউর রহমান, ময়ূর (৬৩) ও তার ছেলে সোহেল রানা সোহাগ (২২) কে বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ নভেম্বর বোদা থানায় বড়শশী ইউনিয়ন যুবদল কর্মী সোহাগের দায়ের করা মামলায়, (মামলা নং-০৪) বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩০৭/১১৪ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে ২০২৫ সালের ৪ মে, ২০২৫ তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ময়ূর রহমান বড়শশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ও তার ছেলে সোহেল রানা সোহাগ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একই ইউনিয়নের সভাপতি ছিলেন। গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরশি

×