ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শাপলা চত্বর গণহত্যা নিয়ে প্রামাণ্য নথির দাবি সাইয়েদ আব্দুল্লাহর

প্রকাশিত: ২১:১৮, ৫ মে ২০২৫

শাপলা চত্বর গণহত্যা নিয়ে প্রামাণ্য নথির দাবি সাইয়েদ আব্দুল্লাহর

ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর চালানো অভিযান নিয়ে সঠিক ও প্রামাণ্য তথ্যসংকলনের দাবি জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনীতি বিশ্লেষক সাইয়েদ আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “হেফাজতের রাজনৈতিক আদর্শের সাথে একমত না হলেও ওই রাতের ঘটনাকে যারা সহ্য করেনি, তাদের প্রতিবাদ জারি রাখা উচিত—এটাই মানুষের ন্যূনতম দায়িত্ব।”

তিনি অভিযোগ করেন, সেই রাতে আসলে কতজন নিহত হয়েছিলেন, সে বিষয়ে এখনও কোনো বিশ্বাসযোগ্য নথি তৈরি হয়নি। অথচ সরকার ও তাদের অনুসারীরা সংখ্যাকে পুঁজি করে ঘটনাকে অস্বীকারের সংস্কৃতি গড়ে তুলেছে।

সাইয়েদ আব্দুল্লাহর মতে, “৫ মে রাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অভিযানে নিহতের সংখ্যা ৬০ হোক, ৭২ হোক, কিংবা ১০০ বা তারও বেশি—যাই হোক না কেন, তা নির্ভরযোগ্যভাবে প্রামাণ্য দলিলে সংরক্ষণ করা জরুরি।”

তিনি আরও বলেন, “গত এক দশক ধরে সরকার মিডিয়া ও সুশীল সমাজের একটি অংশকে ব্যবহার করে শাপলা চত্বরের ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করেছে। ফলে জনগণের কাছে ঘটনার প্রকৃত চিত্র আড়ালে থেকে গেছে।”

আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার সংস্থাগুলোকে এই ডকুমেন্টেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যাতে ভবিষ্যতে কেউ এই গণহত্যা অস্বীকার করতে না পারে।”

সাইয়েদ আব্দুল্লাহ মনে করেন, রাজনৈতিক বক্তব্যের চেয়েও শাপলা চত্বরের মতো ঘটনার নির্ভুল প্রামাণ্য নথি তৈরি করাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

এই ঘটনায় সুনির্দিষ্ট ও নিরপেক্ষ তদন্ত ও নথিকরণে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার বিষয়টিও তিনি জোর দিয়ে তুলে ধরেন।

আবীর

×