ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আপনার অ্যান্ড্রয়েড ফোনে হ্যাকার নজর দিয়েছে কিনা বুঝবেন যেভাবে

প্রকাশিত: ১৮:২৪, ৬ মে ২০২৫

আপনার অ্যান্ড্রয়েড ফোনে হ্যাকার নজর দিয়েছে কিনা বুঝবেন যেভাবে

ছবি: সংগৃহীত

আপনার অ্যান্ড্রয়েড ফোন আচমকা গরম হয়ে যাচ্ছে? চার্জ অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে? অজানা অ্যাপ বা বিজ্ঞাপনের ভিড়? হতে পারে, ফোনে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ঢুকে গেছে।

বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েড ফোনে হ্যাক বা ম্যালওয়্যার আছে কি না, তা বোঝার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ ও প্রতিকার রয়েছে:

১) ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়া বা ফোন গরম হওয়া: Settings > Battery > Battery usage-এ গিয়ে অজানা অ্যাপ বা বেশি চার্জ খাওয়া অ্যাপ চিনে নিন।

২) অজানা অ্যাপ ইনস্টল হওয়া: Settings > Apps > All apps দেখে সন্দেহজনক অ্যাপগুলো আনইনস্টল করুন।

৩) ডেটা খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া: Settings > Network & Internet > SIM > App data usage-এ নজর দিন।

৪) পপ-আপ বিজ্ঞাপন ও ভুয়া সতর্কবার্তা: হঠাৎ স্ক্রিনে "ভাইরাস ডিটেক্টেড" জাতীয় কিছু দেখালে ক্লিক না করে ফোন রিস্টার্ট করুন।

৫) অ্যাপ বা ফোন হ্যাং হওয়া বা ক্র্যাশ করা: Play Store > Profile > Play Protect-এ গিয়ে স্ক্যান চালান বা অ্যাভাস্ট, বিটডিফেন্ডারের মতো নিরাপদ অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করুন।

৬) নতুন অ্যাপ ইনস্টল না করেও ডিভাইস ধীরগতির হওয়া: সফটওয়্যার আপডেট করুন এবং র‍্যান্ডম অ্যাক্টিভিটির ওপর নজর রাখুন।

৭) শেষ উপায়: ফ্যাক্টরি রিসেট: সব চেষ্টা ব্যর্থ হলে Settings > System > Reset options > Erase all data ব্যবহার করুন। তবে আগে প্রয়োজনীয় ডেটা ব্যাকআপ নিন।

আপনার ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় আপডেটেড থাকুন এবং শুধু বিশ্বস্ত সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করুন। ছোট ভুল থেকেও বড় ক্ষতি হতে পারে।


 

সূত্র: https://www.makeuseof.com/check-android-device-hacked/

আবীর

×