
ছবিঃ সংগৃহীত
বালুচিস্তান ন্যাশনাল পার্টির নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সারদার আখতার মেঙ্গাল, মঙ্গলবার, পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে এক তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইসলামাবাদে এক অনুষ্ঠানে জেনারেল মুনির দাবি করেছিলেন, বালুচিস্তান পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ, এবং ভবিষ্যতেও কখনও তা আলাদা হবে না। কিন্তু মেঙ্গাল তার উত্তর দিয়েছেন এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে, পাকিস্তানের ইতিহাসের এক দুঃখজনক অধ্যায় তুলে ধরে – ১৯৭১ সালের যুদ্ধ, যখন ৯০,০০০ পাকিস্তানি সৈন্য বন্দি হয় এবং বাংলাদেশ জন্ম নেয়।
বালুচ নেতা বলেন, "পাকিস্তান সেনাবাহিনী কখনোই ১৯৭১ সালের পরাজয় ভুলে যাবে না, যেখানে তারা অস্ত্র ছাড়া সবকিছু হারিয়েছিল। সেই সময় তাদের সৈন্যরা শুধু আত্মসমর্পণ করেনি, তাদের শৌর্যও চুরমার হয়ে গিয়েছিল।"
মেঙ্গাল আরও বলেন, "এই পারাজয়ের শিক্ষাটি তারা একদম ভুলে গেছে, অথচ ইতিহাসের এ শিক্ষা না নিয়ে তারা আবারও একই ভুল করতে চলেছে।"
তিনি শুধু ১৯৭১ সালের পরাজয়েই সীমাবদ্ধ থাকেননি, বরং তিনি বালুচ জনগণের দীর্ঘদিনের সংগ্রামের কথাও তুলে ধরেছেন। বালুচরা বছরের পর বছর ধরে পাকিস্তান সরকারের দমন-পীড়নের শিকার হয়ে আসছে, কিন্তু তাদের ন্যায়বিচারের সংগ্রাম কখনও থেমে যায়নি। তাদের অধিকার আদায়ের আন্দোলন এবং আত্মনির্ভরশীলতার জন্য সংগ্রাম আজও অব্যাহত।
মারিয়া