
আদানি
বাংলাদেশ ভারতের আদানি পাওয়ারের বকেয়া পাওনা উল্লেখযোগ্য পরিমাণে পরিশোধ করেছে। আরও প্রায় ৯০ কোটি ডলার বকেয়া থাকলেও তা পাবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি। আদানি পাওয়ারের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
আদানি আরও জানিয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে মোট প্রায় ২০০ কোটি ডলার বকেয়ার মধ্যে প্রায় ১২০ কোটি ডলার পরিশোধ করেছে। বর্তমানে বাংলাদেশ সরকার মাসিক বিলের চেয়ে বেশি পরিশোধ করছে। এতে খুব দ্রুতই পুরো বকেয়া পরিশোধ হয়ে যাবে বলে মনে করছে সংস্থাটি।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমদানির ব্যয় বৃদ্ধি এবং গত আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে ২০১৭ সালে স্বাক্ষরিত বিদ্যুৎ সরবরাহ চুক্তি অনুযায়ী আদানি পাওয়ারের বিল পরিশোধে সমস্যা পড়েছিল বাংলাদেশ।
এর ফলে, গত বছর আদানি বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল। তবে কোম্পানিটির সিএফও দিলীপ ঝা জানিয়েছেন, বাংলাদেশ মাসিক পেমেন্ট শুরু করায় তাতে বকেয়ার কিছু অংশ মেটানো আরম্ভ হয়েছে। এ কারণে আদানি বাংলাদেশে ফের পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।
বৃহস্পতিবার দিলীপ ঝা বলেন, ‘আমরা বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি... এখন যে পেমেন্ট পাচ্ছি, তা মাসিক বিলের চেয়ে বেশি। আশা করছি, শুধু চলতি মাসের বিলই নয়, আগের সমস্ত বকেয়াও পরিশোধ হয়ে যাবে।’