ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারতের সঙ্গে বড় যুদ্ধের সম্ভাবনা দেখছি না, কিন্তু প্রস্তুত থাকতে হবে: সাবেক নিরাপত্তা উপদেষ্টা

প্রকাশিত: ০২:৪৩, ৪ মে ২০২৫; আপডেট: ০২:৪৪, ৪ মে ২০২৫

ভারতের সঙ্গে বড় যুদ্ধের সম্ভাবনা দেখছি না, কিন্তু প্রস্তুত থাকতে হবে: সাবেক নিরাপত্তা উপদেষ্টা

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পাহেলগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলার ১১ দিন পর ভারত ও পাকিস্তান এক নতুন উত্তেজনার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। এ সময়েই পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ সতর্ক করে বলেন, ভারতের সঙ্গে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা কম হলেও, সংঘর্ষের ঝুঁকি অস্বীকার করা যায় না — বিশেষ করে যখন দু’দেশের মধ্যে কোনও কার্যকর সঙ্কট মোকাবেলার ব্যবস্থা নেই।

২২ এপ্রিলের বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক এবং কৌশলগত পদক্ষেপ শুরু হয়েছে। ভারত ইঙ্গিত দিয়েছে, এই হামলার পেছনে পাকিস্তানের হাত থাকতে পারে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন ভারত ইন্দাস জলচুক্তিতে তাদের অংশগ্রহণ স্থগিত করে এবং পাকিস্তান পাল্টা হুমকি দেয় ১৯৭২ সালের সিমলা চুক্তি থেকে সরে আসার, যা কাশ্মীরে পূর্ববর্তী যুদ্ধবিরতির রেখাকে লাইন অব কন্ট্রোল হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং দূতাবাস কার্যক্রম সীমিত করেছে। যদিও ২০২১ সাল থেকে একটি অস্ত্রবিরতি চুক্তি বিদ্যমান, বর্তমানে পরিস্থিতি ২০১৯ সালের পুলওয়ামা হামলা পরবর্তী উত্তেজনার কাছাকাছি চলে এসেছে, যখন ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়েছিল।

যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর হস্তক্ষেপেও উত্তেজনা কমার লক্ষণ এখনো পরিষ্কার নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি চীন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দূতদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শরিফ, ভারতের উপর চাপ সৃষ্টির অনুরোধ জানিয়ে।

এই প্রেক্ষাপটে আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এনএসএ মঈদ ইউসুফ বলেন, কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ধরে চলমান সমস্যা সমাধানে কোনও কাঠামোগত ব্যবস্থা না থাকায়, যেকোনও সঙ্ঘাত হঠাৎ বড় আকার ধারণ করতে পারে।

বর্তমানে লাহোরে অবস্থিত বীকনহাউস ন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ইউসুফ। তিনি বলেন, আমরা হয়তো যুদ্ধ চাই না, কিন্তু প্রস্তুত থাকতে হবে, বিশেষ করে যখন পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দুই দেশের মধ্যে বিশ্বাসের মারাত্মক ঘাটতি রয়েছে।

সুত্রঃ আলজাজিরা

এসএফ 

আরো পড়ুন  

×