ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ফ্যাক্টচেক

ভারত-চীন সীমান্তে উত্তেজনার ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল!

প্রকাশিত: ০৩:০৮, ৪ মে ২০২৫

ভারত-চীন সীমান্তে উত্তেজনার ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল!

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইসলামাবাদ হামলার অভিযোগ অস্বীকার করলেও, দিল্লি পাকিস্তানবিরোধী পাঁচটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিয়েছে। দুই দেশের সীমান্তে গুলি বিনিময় ও সেনা উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।

এই উত্তেজনার মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়েছে আরও এক দাবি, চীন ও ভারতের মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষ হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের সেনারা পাহাড়ি পরিবেশে লাঠিশোটা নিয়ে সংঘর্ষে জড়াচ্ছেন। তবে রিভার্স ইমেজ সার্চে নিশ্চিত হওয়া গেছে, এই ভিডিওটি পুরনো এবং ২০২২ সালে সংঘটিত তাওয়াং সেক্টরের সংঘর্ষের ঘটনা সম্পর্কিত।

২০২২ সালের ডিসেম্বর মাসের শুরুতেই চীন ও ভারতের সীমান্তে দুই দেশের সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে তারও আগে চীন ও ভারতীয় সেনাদের ভিন্ন ঘটনায় হাতাহাতির পুরনো এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

ভিডিওটির বেশ কিছু অংশ ১৪ ডিসেম্বর ২০২২ সালে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনের সঙ্গে মিলে যায়। এছাড়া, ভিডিওর একটি দৃশ্য ‘WION’ ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়। ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ১৫ ডিসেম্বর।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ৯ ডিসেম্বর উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন-ভারত সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার পরে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটি কমপক্ষে এক বছরের পুরনো।

গুগল, চীন ও ভারতের সরকারি সূত্র এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাম্প্রতিক রিপোর্ট বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালের এপ্রিল বা মে মাসে চীন-ভারতের মধ্যে নতুন করে কোনো সামরিক সংঘর্ষ ঘটেনি। ফলে বর্তমানে ছড়িয়ে পড়া ভিডিও ও সংবাদের দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=jQebG3OPjhg

রাকিব

×