
ছবি: সংগৃহীত
গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নতুন আশার আলো জাগিয়েছে সেমাগলুটাইড নামের একটি ইনজেকশন জাতীয় ওষুধ। যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণায় দেখা গেছে, ওষুধটি লিভারে জমে থাকা চর্বি ও প্রদাহ হ্রাস করতে অত্যন্ত কার্যকর।
প্রখ্যাত চিকিৎসা সাময়িকী The New England Journal of Medicine-এ প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়াল অনুযায়ী, ৩৭টি দেশের ৮০০ জন রোগীর উপর পরিচালিত গবেষণায় সাপ্তাহিক সেমাগলুটাইড ইনজেকশনে ৬২.৯ শতাংশ রোগীর লিভারের চর্বি ও প্রদাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। একই ওষুধে ৩৬.৮ শতাংশ রোগীর লিভার ফাইব্রোসিস বা দাগও হ্রাস পায়।
সেমাগলুটাইড মূলত ডায়াবেটিস ও স্থূলতার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তবে এবার তা ব্যবহৃত হয়েছে Metabolic dysfunction-associated steatohepatitis (MASH) নামক এক জটিল লিভার রোগে, যা আগে non-alcoholic fatty liver disease (NAFLD) নামে পরিচিত ছিল।
গবেষণার প্রধান ড. অরুণ সান্যাল জানান, "এটি লিভার চিকিৎসায় একটি যুগান্তকারী অগ্রগতি। রোগীরা এখন নতুন ও কার্যকর একটি বিকল্প পাচ্ছেন।"
গবেষণায় অংশ নেওয়া রোগীদের মধ্যে অর্ধেকের বেশি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন এবং প্রায় ৭৫ শতাংশ ছিলেন স্থূল। ওষুধ গ্রহণের পর গড়ে ১০.৫ শতাংশ ওজন হ্রাস এবং লিভার এনজাইমের উন্নতিও লক্ষ্য করা গেছে।
তবে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা গেছে, যেমন বমি বমি ভাব, ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক জানিয়েছে, তারা এখন এই ওষুধকে অনুমোদনের জন্য বিভিন্ন দেশের স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছে।
গবেষণা দল আরও জানিয়েছে, আগামী পাঁচ বছরব্যাপী আরও ১,২০০ রোগীর উপর এই ওষুধের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গবেষণা চালানো হবে।
এসএফ
তথ্যসূত্রঃ ফক্স নিউজ