
ফাইল ছবি
রবিবার, ০৪ মে ২০২৫। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের ১২৪তম (অধিবর্ষে ১২৫তম) দিন। ইতিহাসের পাতা থেকে জেনে নিই এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিখ্যাত ব্যক্তিদের জন্ম-মৃত্যু এবং নানা গুরুত্বপূর্ণ উপলক্ষ।
আজকের উল্লেখযোগ্য দিন:
বিশ্ব মা দিবস
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদাত বার্ষিকী
নেলসন ম্যান্ডেলার জন্মদিন
পানামা খাল নির্মাণের সূচনাদিবস (১৯০৪)
দেশি প্রকৌশলীদের আন্তর্জাতিক সাফল্যের উদযাপন
ঘটনাবলি:
১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমুদ্র অভিযানে কোস্টারিকা আবিষ্কার করেন।
১৬২৬ - ডাচ অভিযাত্রী পিটার মিনিট ম্যানহাটন দ্বীপে পা রাখেন।
১৮০০ - কলকাতায় পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৮০৭ - ফ্রান্স ও ইরানের মধ্যে ফিংকেষ্টাইন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৮৬ - শিকাগোর হে মার্কেট আন্দোলনে পুলিশি দমন এবং শ্রমিক নেতাদের প্রাণদণ্ড।
১৯০৪ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে।
১৯১৯ - চীনে ‘৪ঠা মে আন্দোলন’ শুরু হয়।
১৯৪৫ - জার্মান নাৎসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
১৯৫৮ - লেবাননে প্রেসিডেন্ট শ্যামৌনের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু।
১৯৭৯ - মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৮২ - ফকল্যান্ড দ্বীপে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৯৯৪ - ইসরায়েল ও পিএলও গাজা ও জেরিকোতে স্বায়ত্তশাসন দিতে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।
জন্ম:
১০০৮ - ফ্রান্সের রাজা প্রথম হেনরি
১৬৫৪ - চীনের সম্রাট কাংক্সি
১৭৩৩ - ফরাসি জ্যোতির্বিদ জাঁ শার্ল বোর্দা
১৮২৫ - ইংরেজ জীববিজ্ঞানী টমাস হেনরি হাক্সলি
১৮৪৯ - নাট্যকার, সংগীতস্রষ্টা ও চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
১৯১৮ - জাপানের প্রধানমন্ত্রী কাকুয়েই তানাকা
১৯২৮ - মিসরের রাষ্ট্রপতি হোসনি মুবারক
১৯২৯ - মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্ন
১৯৪৩ - বুলগেরীয় ফুটবলার গিওরগি আস্পারুহোভ
১৯৫১ - মার্কিন গায়ক ও নৃত্যশিল্পী জ্যাকি জ্যাকসন
১৯৬০ - অস্ট্রিয়ান চ্যান্সেলর ভের্নার ফায়মান
১৯৬৪ - স্প্যানিশ অভিনেত্রী মনিকা বারডেম
১৯৭২ - অস্ট্রেলীয় প্যারালিম্পিক স্নোবোর্ডার ট্রেন্ট মিল্টন
১৯৮৩ - অস্ট্রেলীয় ক্রিকেটার ড্যানিয়েল ক্রিস্টিয়ান
১৯৮৪ - বাংলাদেশি ক্রিকেটার মানজারুল ইসলাম রানা
১৯৮৭ - স্প্যানিশ ফুটবলার সেস ফাব্রিগাস
(নিবন্ধে অসামঞ্জস্যভাবে রাখা হয়েছে নিচের দুজনকে, এগুলো মৃত্যু বিভাগে থাকা উচিত:)
১৬৭৭ - ইংরেজ গণিতবিদ ও ধর্মতত্ত্ববিদ আইজাক ব্যারো
১৭৯৯ - মহীশূরের শাসক টিপু সুলতান (ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত)
মৃত্যু:
১৯৩৮ - জার্মান সাংবাদিক ও নোবেলজয়ী কার্ল ভন অসিটযকয়
১৯৫৬ - অগ্নিযুগের বিপ্লবী পূর্ণচন্দ্র দাস
১৯৬৬ - বিপ্লবী অতুলকৃষ্ণ ঘোষ
১৯৬৭ - সূর্যসেনের সহযোদ্ধা ইন্দুমতী সিংহ
১৯৭২ - নোবেলজয়ী রসায়নবিদ এডয়ার্ড কেলভিন কেন্ডাল
১৯৮০ - যুগোস্লাভিয়ার প্রথম প্রেসিডেন্ট জোসিপ ব্রজ টিটো
১৯৮৩ - শিক্ষাবিদ ও উপদেষ্টা আবুল ফজল
১৯৯২ - অর্থনীতিবিদ আখলাকুর রহমান
২০১২ - নাইজেরিয়ান ফুটবলার রাশিদি ইয়েকিনি
২০১৩ - নোবেলজয়ী বেলজিয়ান বায়োকেমিস্ট ক্রিস্টিয়ান ডি ডুভে
প্রতিটি দিনের ইতিহাসেই লুকিয়ে থাকে যুগান্তকারী ঘটনা ও অসংখ্য প্রেরণাদায়ী জীবন। ৪ মে তারিখটিও তার ব্যতিক্রম নয়—যেখানে মিশে আছে স্বাধীনতা সংগ্রাম, আবিষ্কার, আন্দোলন, যুদ্ধ, ও সাহসিকতার গল্প।