
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক বক্তব্যে বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণের জন্য সত্যিকার ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করা জরুরি। তিনি বলেন, “যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। তার দাবি অনুযায়ী, বিগত সাড়ে সাত বছরে প্রায় ২২ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা রাষ্ট্রের জন্য এক গুরুতর ক্ষতি।
ডা. শফিকুর রহমান বলেন, “এই পাচারের পেছনে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কালো হাত রয়েছে। দেশের জনগণ এখনো ডাকাতি হওয়া অর্থ ফেরত পায়নি। আমরা চাই, সেই অর্থ রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে এনে জনকল্যাণে ব্যয় করা হোক।”
তিনি আরও বলেন, “মানুষের সমর্থন পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, এবং সমাজবিরোধী কাজ থেকে বিরত থাকতে হবে। এটা শুধু জামায়াতের জন্য নয়, সকল রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য।”
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর অতীতে নানা দমন-পীড়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, তবে যেসব জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, নিহত বা আহত হয়েছি, সেখানে আমরা আইনের আশ্রয় নেয়ার অধিকার রাখি।”
সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জাতির বিবেক ও দর্পণ। আপনারা দেশের সঠিক চিত্র জাতির সামনে তুলে ধরুন।”
বক্তব্যের শেষ অংশে তিনি আল্লাহর সাহায্য কামনা করে বলেন, “আমরা চাই, আল্লাহ যেন আমাদের কল্যাণরাষ্ট্র গড়ার পথে সাহায্য করেন। মহান রবের সাহায্য ছাড়া কোনো মহৎ কাজ সফল করা সম্ভব নয়।”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1C6knYkaDV/
মারিয়া