ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

শ্রমিকদের অধিকার রক্ষা না হলে গণভবনের মতো পদ্মা, মেঘনা, যমুনাও দখল হবে– এহসান মাহমুদ

প্রকাশিত: ০০:৩১, ৪ মে ২০২৫; আপডেট: ০০:৩১, ৪ মে ২০২৫

শ্রমিকদের অধিকার রক্ষা না হলে গণভবনের মতো পদ্মা, মেঘনা, যমুনাও দখল হবে– এহসান মাহমুদ

ছবিঃ সংগৃহীত

শ্রমিকদের অধিকার রক্ষা না হলে দেশে ভয়াবহ সামাজিক ও পরিবেশগত সংকট সৃষ্টি হতে পারে—এমনই সতর্কবার্তা দিয়েছেন এহসান মাহমুদ। মে দিবস উপলক্ষে চ্যানেল আই নিউজে প্রকাশিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার ধারণা অধিকার রক্ষা না হলে, গণভবনের পরে তারা পদ্মা, মেঘনা, যমুনাও দখল করতে যাবে।

তিনি উল্লেখ করেন, ‘আমরা শ্রমিকদের অধিকার নিয়ে নানা বৈষম্য দেখি। নারী শ্রমিকরা তো পুরুষদের চেয়ে বেশি বৈষম্যের শিকার। সারাদিন পুরুষের সমান কাজ করে তারা পুরুষের অর্ধেক মুজুরি পায়।তিনি আরও বলেন, শ্রমিক দিবস উপলক্ষে তো অনেক কিছুই হলো। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন আয়োজন করলেন। আচ্ছা, বলতে পারেন সেখানে কতজন সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন?

এরপর তিনি চা বাগানের শ্রমিকদের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা ঢাকার মধ্যবিত্ত নাগরিকরা সেখানে সুন্দর সময় কাটাতে যাই। সেখান থেকে ফিরে এসে তাদের নিয়ে ফিকশন লিখি, রিপোর্ট করি। কিন্তু তাতে এদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তিনি এটাও উল্লেখ করেন, যতোবার সরকার পরিবর্তিত হয়েছে, তারা নিজেদের কথাই ভেবেছে। এরপর শ্রমিকরা অধিকার রক্ষা করতে কোথায় যাবে? এরপরও যদি তাদের অধিকার রক্ষা না হয়, তাহলে গণভবনের পরে তারা পদ্মা, মেঘনা, যমুনাও দখল করতে যাবে।

সূত্রঃ https://youtu.be/mTJKEOx0MY0?si=kEELS2ZbeJyzUtty

আরশি

×