
ছবি: সংগৃহীত।
বিশ্ববাজারে টানা ঊর্ধ্বমুখী স্বর্ণের দামে হঠাৎ বড় পতন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যসংক্রান্ত সাম্প্রতিক ঘোষণার পাশাপাশি আসন্ন চাকরিবাজার সংক্রান্ত রিপোর্টকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।
বৃহস্পতিবার (২ মে) এশিয়ার বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩,২৩৫ ডলারে নেমে এসেছে, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এমন মূল্যপতনে বিশ্লেষকরা বলছেন, নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত স্বর্ণের প্রতি আগ্রহ কমে গেছে।
ট্রাম্প গত ৩০ এপ্রিল জানিয়েছেন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি হতে পারে। একই সঙ্গে চীনের সঙ্গে বিদ্যমান ১৪৫ শতাংশ শুল্কহার পুনর্বিবেচনার আলোচনাও শুরু হয়েছে বলে জানিয়েছে বেইজিংয়ের সরকারি মিডিয়া। এসব ঘোষণায় বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসলেও, বিনিয়োগকারীরা এখন ঝুঁকিমুক্ত সম্পদের দিকে কম ঝুঁকছেন।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, “বাণিজ্য উত্তেজনা হ্রাস পাওয়ার ইঙ্গিত মিলছে। ফেডের নীতিও এখন আগের তুলনায় পরিষ্কার। ফলে স্বর্ণের মতো নিরাপদ সম্পদের প্রতি চাহিদা কিছুটা কমেছে।”
তবে আগামী শুক্রবার প্রকাশিতব্য এপ্রিল মাসের শ্রমবাজার রিপোর্ট এখন বিনিয়োগকারীদের মূল নজরে রয়েছে। বিশ্লেষকদের মতে, ওই প্রতিবেদনে যদি দুর্বলতা দেখা দেয়, তাহলে ডলারের দাম কমতে পারে। সেক্ষেত্রে স্বর্ণের দামে আবারও উত্থান দেখা যেতে পারে।
সূত্র: এফএক্সস্ট্রিট
নুসরাত