ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বছর পেরিয়ে জুলাই আসছে, আরও যেসব বার্তা দিলেন উমামা ফাতেমা

প্রকাশিত: ০৮:২৩, ৩ মে ২০২৫; আপডেট: ০৮:২৪, ৩ মে ২০২৫

বছর পেরিয়ে জুলাই আসছে, আরও যেসব বার্তা দিলেন উমামা ফাতেমা

ছবি: সংগৃহীত

শনিবার (৩ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ‘May 2025 Resolution’ (মে মাসের সংকল্প) শিরোনামে একটি পোস্ট শেয়ার করেছেন।  পোস্টে তিনি জানান, বছর পেরিয়ে আবারও জুলাই মাস আসন্ন।

গত বছর জুন মাসে শুরু হয়েছিল হাইকোর্টের আদেশ ও কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল। তৎকালীন আওয়ামী সরকারের দমন-পীড়নে পরের মাস জুলাইয়ে তা রূপ নেয় গণঅভ্যুত্থানে এবং শেষমেশ ৫ আগস্ট হয় ফ্যাসিবাদের পতন।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেত্রী উমামা ফাতেমা ফ্যাসিবাদ বিরোধী গণঅভুত্থানের মাস জুলাইয়ের আগমনী বার্তা দিয়ে সবাইকে সংগঠিত এবং ঐক্যবদ্ধ থাকতে চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।

ছবি: উমামা ফাতেমার ফেসবুক থেকে নেওয়া

ফেসবুক পোস্টে তিনি অপ্রয়োজনীয় সব ঝামেলা ঝেড়ে ফেলে, সবকিছু নতুন উদ্যমে শুরু করার বার্তা দিয়েছেন। এছাড়া, তিনি নেতিবাচক এবং বাজে মানসিকতার লোকদের এড়িয়ে চলার পাশাপাশি অবসরে বই পড়ারও পরামর্শ দিয়েছেন।

শেষে তিনি লেখেন, ‘সবাই সংগঠিত এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন। বছর পেরিয়ে জুলাই আসছে।’

 

সূত্র: https://www.facebook.com/share/15M5D8awMX/

রাকিব

×